২০৫ পশ্চিম পাঁশকুড়া বিধানসভার প্রার্থী ঘোষণার পরে প্রচারে দেখা গেল না পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র কে, এই নিয়ে পাঁশকুড়া তে একটি চাপানউতোর সৃষ্টি হয়েছে,…
২০৫ পশ্চিম পাঁশকুড়া বিধানসভার প্রার্থী ঘোষণার পরে প্রচারে দেখা গেল না পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র কে, এই নিয়ে পাঁশকুড়া তে একটি চাপানউতোর সৃষ্টি হয়েছে, গত কয়েকদিন আগে পাঁশকুড়া তে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা দল ছেড়েছে।যেসব নেতৃত্বরা দল ছেড়েছে তারা সবাই নন্দ মিশ্রর অনুগামী হিসেবে পরিচিত।
প্রার্থী ঘোষণার পরে নন্দ মিশ্র কে দলীয় কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছে না, তাই নিয়ে পাঁশকুড়ার রাজনৈতিক মহলে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বেশ কিছু জায়গায় গুঞ্জন সৃষ্টি হয়েছে তিনি দল ছাড়ছেন বা দলবদল করবেন। এই জল্পনাকে উড়িয়ে দিয়ে নন্দকুমার মিশ্র বলেন পাঁশকুড়া তে একটা সময় সবাই আমার অনুগামী ছিল,অতএব আমার অনুগামী বলে কিছু নেই, আমরা সবাই মমতা ব্যানার্জির অনুগামী।আরো বলেন যেসব তৃণমূল কংগ্রেসের কর্মীরা দল ছেড়েছেন তাদের ব্যাপারে তিনি আগে থেকে কিছু জানতে না, যদি জানতেন তাহলে তিনি তাদের অনুরোধ করতেন দল না ছাড়ার।তারা যা সিদ্ধান্ত নিয়েছে সবটাই তাদের ব্যক্তিগত,তিনি আরো বলেন তার শারীরিক সমস্যার জন্য তিনি দলীয় কর্মসূচিতে যেতে পারছে না,দলীয় নেতৃত্বরাও কোনো কর্মসূচি তাকে দেয়নি, প্রার্থী ঘোষণার আগে আইপ্যাকের নির্দেশমতো বিভিন্ন কর্মসূচি করতেন , কিন্তু প্রার্থী ঘোষণার পর আইপ্যাক আর কোন কর্মসূচি দেয়নি, তাই তিনি প্রচার বের হচ্ছেন না।তিনি এখনো নিজেকে দলীয় কর্মী বলে মনে করেন।
No comments