Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দীগ্রাম জুড়ে তৃনমূল-বিজেপি সংঘর্ষ

চেনা জায়গায় পুরাতন দিনের ছবি আবার উঠে এলো নন্দীগ্রামে? শুধু সময়ের পরিবর্তন ২০০৭ সালে আন্দোলন হয়েছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি আর বর্তমান আন্দোলন রাজনৈতিক  আত্ম সম্মান রক্ষার লড়াই।আসন্ন বিধানসভার দিন যত এগিয়ে আসছে ততো নন্দ…

 





 চেনা জায়গায় পুরাতন দিনের ছবি আবার উঠে এলো নন্দীগ্রামে? শুধু সময়ের পরিবর্তন ২০০৭ সালে আন্দোলন হয়েছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি আর বর্তমান আন্দোলন রাজনৈতিক  আত্ম সম্মান রক্ষার লড়াই।আসন্ন বিধানসভার দিন যত এগিয়ে আসছে ততো নন্দীগ্রাম উত্তপ্ত হচ্ছে।নন্দীগ্রামে সোনাচূড়ায় বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সভার আগে থেকেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে অশান্ত হয়ে উঠলো এলাকা।যদিও একদিন আগে নন্দীগ্রাম ২ ব্লকের ভেটুরিয়ায় শুভেন্দু অধিকারীকে হিন্দু-মুসলমান মহিলারা মিলে ঝাঁটা -জুতা দেখানো ও রাতে এই ব্লকের রামচকে রাজ্য তৃনমূলের এক নেতা ও তার সঙ্গীদের উপরে হামলার জেরে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছিলো।


জানা যায় সংঘর্ষের জেরে দু’পক্ষের বেশ কয়েকজন সমর্থক আহত হওয়ার পাশাপাশি মাথা ফেটে রক্তাক্ত হন দু’জন। তাঁদের নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি। যাকে ঘিরে দুপুরে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে সোনাচূড়া।এর পাশাপাশি গড়চক্রবেড়িয়া এলাকাতেও নতুন করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা যায়।উল্লেখ্য রাজ্যের বিধানসভা নির্বাচনে ২৯৪টা আসনের মধ্যে একমাত্র নন্দীগ্রাম কে নিয়েই গোটা দেশের কৌতূহল রয়েছে। আর সেখানেই প্রতিদিন হিংসার ঘটনা ঘটছে। অভিযোগ উঠছে এত কিছুর মধ্যেও কোথাও সেই ভাবে কেন্দ্রীয় বাহিনীকে দেখা যায়নি।

নন্দীগ্রাম ২ ব্লক তৃণমূলের সভাপতি স্বদেশ দাস দাবি করেন, শুভেন্দুর কারণেই নন্দীগ্রামে অশান্তি বেধেছে। তিনি অভিযোগ করেছেন , ‘‘শুভেন্দুবাবু বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকেই নন্দীগ্রামে গোলমাল শুরু হয়েছে। পরিকল্পিত ভাবে এটা করাছেন।বলেন বুধবার রাতেও তৃণমূল নেতাদের উপর হামলা হয়েছে। বৃহস্পতিবারেও নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় গিয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন তিনি। এলাকার মানুষ তার প্রতিবাদ করছে।


সোনাচূড়ার পথসভায় শুভেন্দু অধিকারী বলেন, বাইরে যাঁরা আছেন, তাঁদের বাড়িতে ডাকুন। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে নির্ভয়ে ভোট দিতে যাবেন। গড়চক্রবেড়িয়ায় গন্ডগোলের পর তিনি বলেন,তৃনমূলের এটাই কালচার।জঙ্গলরাজ চলছে। আমি পর্যবেক্ষকদের জানাব। এখানে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদ আসছেন। তিনিও দিল্লিতে গিয়ে বলবেন।পরে তিনি আহতদের দেখতে হাসপাতালেও যান।

জানা গেছে সকালের এই অশান্তি ছড়িয়ে পড়ে ভূতারমোড়-সহ একাধিক এলাকায়।


No comments