মাঝ সমুদ্রে ভারত ও বাংলাদেশ আন্তর্জাতিক সীমানায় অভিযান চালিয়ে প্রচুর শাড়িসহ একটি বাংলাদেশি ফিশিং ট্রলার আটক করল কোস্ট গার্ড। হলদিয়া কোস্টগার্ড সূত্রে জানা গিয়েছে ১৬ ই মার্চ থেকে জল ও আকাশ পথে যৌথ অভিযান চালিয়ে 'নূরানী&…
মাঝ সমুদ্রে ভারত ও বাংলাদেশ আন্তর্জাতিক সীমানায় অভিযান চালিয়ে প্রচুর শাড়িসহ একটি বাংলাদেশি ফিশিং ট্রলার আটক করল কোস্ট গার্ড। হলদিয়া কোস্টগার্ড সূত্রে জানা গিয়েছে ১৬ ই মার্চ থেকে জল ও আকাশ পথে যৌথ অভিযান চালিয়ে 'নূরানী' নামে একটি ট্রলারটি পাকড়াও করা হয়েছে। গোপন সূত্রে কোস্টগার্ডের কাছে এই পাচারের খবর আসে। মাছ ধরা ট্রলার এর করে দামি শাড়ি পাচার হচ্ছিল। খবর পেয়ে কোস্টগার্ডের টাস্কফোর্স সন্দেহভাজন ট্রলারটি মাছ সমুদ্রের চিহ্নিত করতে আধুনিক প্রযুক্তি কৌশল কাজে লাগায়। কোস্টগার্ডের একটি এয়ারক্রাফ্ট এবং হোভারক্রাফ্ট যৌথ অভিযানে নামে। কোস্টগার্ডের তাড়া খেয়ে ট্রলারটি খাঁড়ির দিকে এগিয়ে সুন্দরবনের জঙ্গলে লুকিয়ে যায়। ট্রলার ফেলে দিয়ে পালিয়ে যায় মাঝিরা। তল্লাশি চালিয়ে ট্রলারের খোঁজ পেয়ে চক্ষু চড়কগাছ জওয়ানদের। টলারের খোলের মধ্যে বহু লক্ষ টাকার শাড়ি থরে থরে সাজানো রয়েছে। কোস্টগার্ড স্থানীয় পুলিশের হাতে চোরাই শাড়িসহ ট্রলার তুলে দিয়েছে। কয়েক মাস আগে একই ভাবে প্রায় ৫ কোটি টাকার শাড়ি বোঝাই ট্রলার তাড়া খেয়ে গেঁওয়াখালিতে লুকিয়ে পড়েছিল। পরে সেগুলো উদ্ধার করে কোস্টগার্ড ও পুলিশ।
No comments