আসন্ন বিধানসভা নির্বাচন। মহিষাদল তৃণমূল কংগ্রেস প্রার্থী তিলক চক্রবর্তী সমর্থনে প্রচারে এলেন অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী (দেব)।দীর্ঘ এক দশক তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন ডাঃ সুদর্ষণ ঘোষ দস্তিদার এলাকার মানুষের দাবি মেনেই মা মা…
আসন্ন বিধানসভা নির্বাচন। মহিষাদল তৃণমূল কংগ্রেস প্রার্থী তিলক চক্রবর্তী সমর্থনে প্রচারে এলেন অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী (দেব)।দীর্ঘ এক দশক তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন ডাঃ সুদর্ষণ ঘোষ দস্তিদার এলাকার মানুষের দাবি মেনেই মা মাটি মানুষের সরকার নেতৃত্ব মমতা ব্যানার্জি এবারের প্রার্থী করেছেন স্থানীয় তিলক চক্রবর্তীকে।মহিষাদল বিধানসভা নির্বাচনে মহিষাদল রাজবাড়ী থেকে শুরু হল রেলি।র্এবং শেষ হবে মহিষাদল শহীদ স্তম্ভ কাছে সভা অনুষ্ঠিত হবে ।মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই সভা। আবাল-বৃদ্ধ-বনিতা সকলেই এলেন অভিনেতা দীপক অধিকারী দেবকে দেখতে যদিও প্রচণ্ড রোদে উপেক্ষা করে বহু মানুষ এসেছিলেন মহিষাদল রাউন্ড থেকে সিনেমা অমর হয়ে পুরাতন বাজার পরে শহীদ বেদীতে শহীদ পিছনে সভায় রাজ্য সরকারের উন্নয়ন হয়েছে এবং আগামী কি কি করতে চাইছে তার নিরিখেই আপনারাই ভোট দেবেন তা ঠিক করবেন স্থানীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী তিলক চক্রবর্তী আগামী দিনে কি কি করবেন মা মাটি মানুষের সরকারের প্রতিনিধি হিসেবে সেও তুলে ধরলেন। খেলা হবে আর খেলা শেষ হবে দুই এর কথা তিনি বললেন রাজ্যের উন্নয়ন করতে তার খেলা হবে গরীব দুঃস্থ মানুষদের স্বাস্থ্য সাথী থেকে শুরু করে ৬৫ প্রকল্পের তার খেলা হবে। সাম্প্রদায়িক শক্তি তার খেলা শেষ হবে গরিব মানুষকে ভুল বুঝিয়ে ঠকানোর খেলা শেষ হবে। উৎসবের মেজাজ হিসেবে দেখছেন মহিষাদল বিধানসভা এলাকার মানুষ। আর তার জন্য বাড়তি নিরাপত্তা নিয়েছেন জেলা প্রশাসন।
No comments