Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিক্ষারত্ন শ্রীমতি দুর্গারানী দে কে হৃদয়ের সম্বর্ধনা জানাতে বিদ্যালয়ে এলেন বিশিষ্ট কবি মন্দিরা মহাপাত্র

নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিক্ষারত্ন শ্রীমতি দুর্গারানী দে কে হৃদয়ের সম্বর্ধনা জানাতে বিদ্যালয়ে এলেন বিশিষ্ট কবি মন্দিরা মহাপাত্র। শিক্ষিকা শ্রীমতি দুর্গা রানী দে র ছাত্র-ছাত্রীদের জন্য কাজ সমাজ এবং বিভিন্ন আবি…








নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিক্ষারত্ন শ্রীমতি দুর্গারানী দে কে হৃদয়ের সম্বর্ধনা জানাতে বিদ্যালয়ে এলেন বিশিষ্ট কবি মন্দিরা মহাপাত্র। শিক্ষিকা শ্রীমতি দুর্গা রানী দে র ছাত্র-ছাত্রীদের জন্য কাজ সমাজ এবং বিভিন্ন আবিষ্কার মূলক কাজের কিছু ফেসবুক নমুনা দেখে আপ্লুত হয়ে হৃদয়ভরা সংবর্ধনা জানাতে নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হলেন বিশিষ্ট কবি ও শিল্পী শ্রীমতি মন্দিরা মহাপাত্র। সঙ্গে তার নিজের লিখা  অগনিত পুস্তক এর মধ্য হতে ১৪ টি কবিতার বই, কলম পুষ্পস্তবক, শ্রদ্ধার্ঘ্য , ছাত্র-ছাত্রীদের জন্য লজেন্স বিস্কুট প্যাকেট নিয়ে উপস্থিত বিদ্যালয় এগারোটার সময়। আদর্শ মডেল স্কুলের প্রাণখোলা পরিবেশ দেখে আপ্লুত  কবি। এই বিদ্যালয়ের হৃদয় ভরানো আদর্শ পরিবেশ শিক্ষিকার ফেসবুক পোস্ট হতে প্রায় দেখতে পান। শিক্ষিকার বিরামহীন অজস্র কর্ম দেখে আপ্লুত কবি তাকে হৃদয়ে শ্রদ্ধা জানানোর জন্য, তাঁকে বাস্তবে উপলব্ধি করার জন্য, তাঁর হাতে নিজের লেখা চৌদ্দটি কবিতার বই সাজিয়ে বিদ্যালয়ে উপস্থিত হন বিশিষ্ট কবি। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন এবং  জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত শিক্ষিকা শ্রীমতি দুর্গা রানী দে কোভিদ এই হৃদয় ভরা সম্বর্ধনায় আপ্লুত। অন্তরের উষ্ণতায় অভ্যর্থনা জানান কবি কে তার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। আজকের কর্মসূচি বিজ্ঞানী আইনস্টাইনের জন্ম দিবস পালন এবং আসন্ন গ্রীষ্ম ও মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষায় পানীয় জল এবং বৃষ্টির জল সংরক্ষণের উপর বিশেষ কর্মসূচি পালিত হয়। কবির লেখা কবিতা অবাক জলপান শিক্ষিকা পাঠ করেন।শিক্ষিকা বইগুলি বিদ্যালয় এবং ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষিকা কৃত বুক ব্যাংকে ও বিবেকানন্দ লাইব্রেরীতে বই গুলি তুলে দেয়ার ইচ্ছা প্রকাশ করেন।। কিন্তু কবি তাঁকে তার লেখা বইগুলি নিজের কাছে রাখার জন্য অনুরোধ জানান। উপস্থিত ছিলেন কিছু প্রাক্তন ছাত্র-ছাত্রী, সমাজ পরিবেশ এর ছাত্র এবং অভিভাবিকা গন। উদযাপিত হয় নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের   পরিবেশে।



No comments