Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর আর্থিক সহযোগিতা সৈকত শহরে জীব-বৈচিত্র্য পার্ক উদ্বোধন

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/oRcbu4CjBzc

দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর আর্থিক সাহায্য ৩.৫ একর জায়গার ওপর গড়ে উঠেছে 'দীঘা জীব বৈচিত্র উদ্যান'।বুধবার আনুষ্ঠানিক শুভ সূচনা কর…

 


ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/oRcbu4CjBzc



দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর আর্থিক সাহায্য ৩.৫ একর জায়গার ওপর গড়ে উঠেছে 'দীঘা জীব বৈচিত্র উদ্যান'।বুধবার আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন রামনগর এর বিধায়ক তথা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অখিল গিরি। বিধায়ক বলেন নিউ দীঘার পদ্ম পুকুর পাড়ে পার্কটি গড়ে উঠলে পর্যটকদের কাছে আরও দীঘার গুরুত্ব বাড়বে দীঘার।প্রাথমিকভাবে দুই কোটি টাকা প্রকল্পে খরচ হচ্ছে। এই দিন উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব মেদিনীপুর সুদীপ্ত পরেল, ইন্ডিয়ান অয়েল করপোরেশন এক্সিকিউটিভ অফিসার পার্থ ঘোষ,দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক মানস কুমার মন্ডল,পদিমা-১ অঞ্চলে প্রধান কেয়া দলাই প্রমুখ।নিউ দীঘায় পদ্মপুকুর এলাকায় এই জীব-বৈচিত্র পার্ক গড়ে তুলতে চায় ডিএসই কর্তৃপক্ষ প্রাথমিকভাবে সেখানে বিভিন্ন রকমের ভেষজ গাছ লাগানো হবে। ওইসব গাছের প্রয়োজনীয়তা ও গুণাবলী সম্পর্কে তথ্য দেওয়া থাকবে। হলদিয়া ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন নামে ওই রাষ্ট্রায়ত্ত সংস্থা । কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি প্রকল্পে এধরনের পার্ক তৈরি জন্য দু'কোটি টাকা খরচ করবে।পর্যটকদের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়া এই পার্কে গিয়ে শিক্ষা মূলক তথ্য সংগ্রহ করতে পারবেন শুধু জীববৈচিত্র্য রক্ষা করাই নয় পার্কের ভিতর পর্যটকদের বিবিধ মনোরঞ্জনের আয়োজন থাকছে। পার্ক জুড়ে সুদৃশ্য পেভ ওয়ে তৈরি করা হবে। থাকবে বোটিংয়ের ব্যবস্থা থাকবে কংক্রিটের তৈরি নানা রকম জীবজন্তুর প্রতিকৃতি। রাতে বিশেষ আলোর ব্যবস্থা থাকছে। অতিরিক্ত জেলা শাসক এবং জেলা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক সুদীপ্ত পোড়েল বলেন।দিঘায় বায়ো ডায়ভাসিটি পার্ক গড়তে শিল্যান্যাস  করা হল।পার্কের মধ্যে জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব বিষয়ক পদশনীর ব্যবস্থা থাকবে ।ডিএসডিএ র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মানস কুমার মন্ডল বলেন যত দ্রুত সম্ভব কাজ শুরু করা হবে।






No comments