ভ্যালেন্টাইনস ডে’র পরে সরস্বতী পুজো। পাশ্চাত্য কায়দায় ভালোবাসার দিবস উদ্যাপনে গোলাপের ভূমিকা অস্বীকার করা যায় না। গত কয়েকবছর ধরে ভ্যালেন্টাইনস ডে উদ্যাপনের আগ্রহ বেড়েছে। বিশেষ করে অল্পবয়সিরাই এই বিশেষ দিনটি উপলক্ষে গোলাপ ফুল আদ…
ভ্যালেন্টাইনস ডে’র পরে সরস্বতী পুজো। পাশ্চাত্য কায়দায় ভালোবাসার দিবস উদ্যাপনে গোলাপের ভূমিকা অস্বীকার করা যায় না। গত কয়েকবছর ধরে ভ্যালেন্টাইনস ডে উদ্যাপনের আগ্রহ বেড়েছে। বিশেষ করে অল্পবয়সিরাই এই বিশেষ দিনটি উপলক্ষে গোলাপ ফুল আদানপ্রদানে বেশি আগ্রহী। তাই প্রতি বছরই ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ গোলাপ ফুলের চাহিদা বেড়ে যায়। সেইসঙ্গে এবার আবার ১৪ ফেব্রুয়ারি লাগোয়াই সরস্বতী পুজো।১৪ ই ফেব্রুয়ারি" ভালোবাসার দিনেও হতাশাগ্রস্ত রাজশহর,গুড়তলা, মোহনপুর, মাইশোরার গোলাপ চাষীরা। বছরের বারো মাস গোলাপ গাছের পরিচর্যা করে এই দিনটির দিকে তাকিয়ে থাকেন পাঁশকুড়ার অধিকাংশ গোলাপ ফুল চাষীরা । কারণ এই দিনে গোলাপের দাম যথেষ্টই বেশি হয় বারো মাস কঠর পরিশ্রমের পারিশ্রমিকের আশাও কিছুটা লাঘুব হতো এই চৌদ্দ-ই ফেব্রুয়ারি। তবে এ বছর হতাশ পাঁশকুড়ার রাজশহর,মোহনপুর,মাইশোরা,গুড়তলা, সহ একাধিক গোলাপ চাষি । কারন , করণা আবহে একেই তো ফুলের দাম নেই তার ওপর পেছনের বছরগুলির নেয় এবছর গোলাপ গোলাপের দাম যথেষ্টই কম । আশায় বুক বাঁধা চাষিরা নিরাশায় ভুগছেন আজ ভালোবাসার দিনটিতেও। ১৪ই ফেব্রুয়ারি সমস্ত ফুল ব্যবসায়ী গোলাপের দাম পাঁচ-টাকা দশ টাকা হারে বাড়িয়ে দেন। দেশি লাল গোলাপ ১০-১৫ টাকা, বেঙ্গালুরুর লাল গোলাপ ৫০-৬০ টাকা, দেশি হলুদ ১৫-২০ টাকা, বেঙ্গালুরুর হলুদ গোলাপ ৫৫-৬৫ টাকায় বিক্রি হবে। আর ফুলের তোড়া ৩০-৭০ টাকায় চার-পাঁচ ধরনের ফুল বিক্রি হবে।
No comments