Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দীর্ঘ প্রতীক্ষার অবসান রসুলপুর পেটুয়াঘাট সাথে কলকাতার সংযোগগুলো হল

পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের রসুলপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে  দক্ষিণ বঙ্গ রাজ্য পরিবহন নিগমের অায়োজনে রসুলপুর - কোলকাতা ও পেটুয়াঘাট - কোলকাতা দুটি সরকারী বাসের অনানুষ্ঠানিক ভাবে চলাচলের উদ্বোধন উপলক্ষে সভা অায়োজিত হয়। স…

 




পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের রসুলপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে  দক্ষিণ বঙ্গ রাজ্য পরিবহন নিগমের অায়োজনে রসুলপুর - কোলকাতা ও পেটুয়াঘাট - কোলকাতা দুটি সরকারী বাসের অনানুষ্ঠানিক ভাবে চলাচলের উদ্বোধন উপলক্ষে সভা অায়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ বঙ্গ রাজ্য পরিবহন নিগমের ডাইরেক্টর তরুণ জানা। বক্তব্য রাখেন রাজ্য পরিবহন কল্যাণ বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্র, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, জেলা পরিষদ সদস্য উত্তম বারিক, সন্দীপ বেরা, প্রাক্তন প্রধান শিক্ষক পুলিন বিহারি নায়ক, গ্রাম প্রধান তপন সামন্ত, প্রমীলা শীট,বলাই পয়ড়্যা,বঙ্কিম সাহু,দেব কুমার গায়েন  গীতা মাইতি,সুদীপা ভূঞ্যা,বসুমতী বর প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।দক্ষিণ বঙ্গ রাজ্য পরিবহন নিগমের পক্ষে উপস্হিত ছিলেন অাধিকারিক অনিমেশ দত্ত ও শুভেন্দু মুখার্জী প্রমুখ।দুটি বাসের অনানুষ্ঠানিক চলাচলের উদ্বোধন করেন মদন মিত্র সহ মামুদ হোসেন, তরুণ জানা, উত্তম বারিক প্রমুখ অতিথি বৃন্দ।রসুলপুর থেকে বাস ছাড়বে সকাল ৬ টায়,কোলকাতা থেকে বাস ছাড়বে বিকাল ৪ টায়।পেটুয়াঘাট থেকে বাস ছাড়বে সকাল ৭ টায় এবং কোলকাতা থেকে সেই বাস ছাড়বে বিকাল ৫.১৫ সময়ে।রসুলপুর থেকে কোলকাতা বাসভাড়া হবে ১৩৫ টাকা ও পেটুয়াঘাট থেকে কোলকাতা ভাড়া হবে ১৪০ টাকা।জুনপুট ও চালতি ভবানী মোড় থেকে কোলকাতা দুটি বাস চালুর কথা ঘোষণা করেন কতৃপক্ষ। প্রাক্তন মন্ত্রী মদন মিত্র বলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  মানে কাজ অার ধারাবাহিক উন্নয়ন। অাগের পরিবহন মন্ত্রী কাঁথির মানুষ হলেও এই সব রুটে বাস চালাবার কোন উদ্যোগ নেননি। কাঁথির সার্বিক উন্নয়নের স্বার্থে কোন উদ্যোগ অধিকারী বাবুরা গ্রহন করেন নি।জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে নির্বাচিত হয়ে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে পূর্ব মেদিনীপুর জেলা তথা কাঁথি মহকুমা র উন্নয়নের দায়িত্ব তুলে নেবেন।প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বাজেটে হলদিয়া র সাথে নন্দীগ্রামের যোগাযোগের জন্য হলদী নদীর উপর সেতু নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করেছেন।

No comments