Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উত্তরাখণ্ডে তুষারঝড়ে নিখোঁজ মহিষাদলের চার জন শ্রমিক

উত্তরাখন্ডে তুষার ধসে নিখোঁজ পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার লক্ষ্যা গ্রাম পঞ্চায়েতের চার জন শ্রমিক। রবিরার উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে আতিঙ্কে দিন কাটছে গুড়িয়া ও জানা পরিবারের। মহিষাদল থানার চকদ্বাড়িবেড়িয়া গ্রামের স…

 




উত্তরাখন্ডে তুষার ধসে নিখোঁজ পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার লক্ষ্যা গ্রাম পঞ্চায়েতের চার জন শ্রমিক। রবিরার উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে আতিঙ্কে দিন কাটছে গুড়িয়া ও জানা পরিবারের। মহিষাদল থানার চকদ্বাড়িবেড়িয়া গ্রামের সুদীপ গুড়িয়া ও ট্যাংরাখালি গ্রামের লালু জানা ও বুলা জানা সহ মোট আটজন উত্তরাখণ্ডে ওয়েলডারের কাজে দু বছর আগে গিয়েছে। এক মাসে আগে চার জন বাড়ি ফিরেছে। সুদীপের ১২ ফেব্রুয়ারি বাড়ি ফেরার কথা ছিলো। শনিবার রাতে বাড়ির সঙ্গে কথা হয় সুদীপের। রবিবার সকাল ৯টার সময় কাজি বেরিয়ে যায়। এই দুর্ঘটনা টিভিতে দেখার পর বাড়ি থেকে সুদীপের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু ফোনে পাওয়া যায় নি। এরপর থেকেই আতঙ্কে সময় কাটছে পরিবারের লোকের। পাশের গ্রামের একই পরিবারের দুই ভাই লালু জানা ও বুলা জানার পরিবারের একই অবস্থা। দুর্ঘটনার দিন সকাল ৮ টার সময় বাবা ধ্রুব জানার সঙ্গে কথা লালুর। তারপর দুর্ঘটনার খবর জানতে পারে জানা পরিবার। লালু ও বুলার সঙ্গে ফোনে যোগাযোগ করেও পায়নি ফোন। পরিবারের সদস্যরা সুস্থ ভাবে বাড়ি ফিরে আসুক সেই আশায় গুড়িয়া ও জানা পরিবার সময় গুনছে।


No comments