Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুরের মাটি ছুঁয়ে আমি মুগ্ধ বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া হেলিপ্যাড ময়দানে ভারতের প্রধানমন্ত্রী একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং শিলার নাচ করার জন্য সেরা জেলার মানুষ পশু হয়েছিলেন উনাকে এক মুহূর্ত দেখার জন্য হেলিপ্যাড ময়দান পরপর দুটি কর্মসূচি করেন প…

 




পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া হেলিপ্যাড ময়দানে ভারতের প্রধানমন্ত্রী একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং শিলার নাচ করার জন্য সেরা জেলার মানুষ পশু হয়েছিলেন উনাকে এক মুহূর্ত দেখার জন্য হেলিপ্যাড ময়দান পরপর দুটি কর্মসূচি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা এবং তারপর সরকারি মঞ্চ থেকে তিনটি প্রকল্পের উদ্বোধন করেন তিনি।উদ্বোধন করেন ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ইমপোর্ট এলপিজি টার্মিনাল ব্যায় প্রায় ১১০০ কোটি টাকা। বিহারে ধোবি থেকে দুর্গাপুর পর্যন্ত প্রায় ৩৪৭ কিলোমিটার প্রাকৃতিক গ্যাসের পাইপ লাইন।ব্যায় ২৪৩৩ কোটি টাকা।হলদিয়া রানিচকে এ চার লেন আর ওবি কাম ফ্লাইওভার ব্যায় প্রায় ১৯০ কোটি টাকা।এছাড়া শিলা ন্যাস করেন হলদিয়া রিফাইনারি তৈল শোধনাগার ভেতরে প্রায় 40 হাজার বর্গমিটার এলাকা জুড়ে লুব্রিকেট তেলের উৎপাদন (লিউব বেস অয়েল) তৈরির কারখানা ।এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১০১৯ কোটি টাকা।


ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সমাবেশে বলেন আমার প্রিয় মা ভাই-বোন বন্ধুরা মেদিনীপুরের এই পবিত্র মাটিতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। শহীদ মাতঙ্গিনী, বিপ্লবী ক্ষুদিরাম বসু রক্তে রক্তিম হয়েছে এই ভূমি। এই মাটির সন্তান বীর বিদ্যাসাগর মহাশয় বাঙালিকে বর্ণ পরিচয় দিয়েছেন ।সতীশ চন্দ্র সামন্তের হাতে তৈরি হলদিয়া বন্দর ।আজ বাংলায় দাঁড়িয়ে একটা প্রশ্ন করতে চাই। ব্রিটিশ শাসনের সময়  পশ্চিমবঙ্গ দেশে সবচেয়ে বিকশিত রাজ্য ছিল।বাংলার কৃষক খুবই পরিশ্রমি। বাংলায় উন্নয়নের সেই গতি থমকে গেল কেন? এত বড় বড় বন্দর থাকতে অন্য রাজ্য বাণিজ্যে বাংলা কে টপকে গেল কিভাবে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন মমতার হাত ধরে বামেদের অত্যাচারের নীতি পুনর্জীবন পেয়েছে।  বাংলায় দরিদ্র মানুষের সংখ্যা ক্রমশ বেড়েছে।যারা  মা মাটি মানুষের কথা বললেন আজ ভারত মাতার জন্য কোন ও আবেগ নেই তাদের।



No comments