মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দপ্তর ও ঐতিহ্যমন্ডিত তাম্রলিপ্ত পৌরসভার উদ্দোগে স্বয়ংসিদ্ধা মেলার শুভ উদ্বোধন হল রবিবার।মেলাটি উদ্বোধন করেন জনস্বাথ্য ও কারিগরি উন্নয়ন মন্ত্রী সৌমেন কু…
মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দপ্তর ও ঐতিহ্যমন্ডিত তাম্রলিপ্ত পৌরসভার উদ্দোগে স্বয়ংসিদ্ধা মেলার শুভ উদ্বোধন হল রবিবার।মেলাটি উদ্বোধন করেন জনস্বাথ্য ও কারিগরি উন্নয়ন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র।মূলত জেলা ব্যাপী নগর কেন্দ্রীক স্বনির্ভর গোষ্টীর মহিলারা তাদের তৈরি সামগ্রী প্রদর্শন ও বিপনন করেন এই মেলার মধ্য দিয়ে।উপস্থিত ছিলেন পাঁশকুড়া পুরসভার পুরপ্রশাশক নন্দকুমার মিশ্র,হলদিয়া পুরসভার চেয়ারম্যান সুধাংশু শেখর মন্ডল,তমলুক পুরসভার পুরপ্রশাশক দীপেন্দ্র নারায়ন রায়।মেলার উদ্বোধক জনস্বাথ্য ও কারিগরি উন্নয়ন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র বলেন-"মমতা বন্ধোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী তিনি সবসময়ই মানুষের কথা ভাবেন। তিনি চান সমাজে মহিলারা যেন পিছিয়ে না থাকে তাই তাদের হাতে তৈরি জিনিস অর্থাৎ তাদের প্রতিভাকে জনমানষে নিয়ে আসছেন এবং সেগুলি বিক্রি করার সুযোগ পাচ্ছেন।
No comments