পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়াতে মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতির প্রতিবাদে চলছিল ধিক্কার মিছিল।তবে এই ধিক্কার মিছিলে বেসুরো গলায় বক্তব্য রাখতে গিয়েইপাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবি বলে উঠলেন মুখ্যম…
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়াতে মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতির প্রতিবাদে চলছিল ধিক্কার মিছিল।তবে এই ধিক্কার মিছিলে বেসুরো গলায় বক্তব্য রাখতে গিয়েই
পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবি বলে উঠলেন মুখ্যমন্ত্রীকে শয়তান মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করলেন।যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক নেত্রীত্ব।তাহলে কী এবার নেত্রী দলবদল করবেন বলে এমন মন্তব্য করলেন নাকি ভূলবসত এমন বললেন।তবে দলে থেকে এমন মন্তব্য মানতে রাজি নন একাধিক তৃণমূল কংগ্রেসের নেত্রীত্ব।তবে বেশ কয়েকদিন আগে নন্দীগ্রামে শহীদ দিবস পালনে শুভেন্দুর সাথে একই মঞ্চে দেখা মিলেছিল পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবিকে যা নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে শুরু হয়েছিল জল্পনা।আজ হঠাৎ প্রধানমন্ত্রীর সভার প্রাকমুহুর্তে পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবির এমন মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।তাহলে কি পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবি গেরুয়া শিবিরের দিকে যাচ্ছে?সেটাই দেখার বিষয়।তবে তৃণমূল কংগ্রেসের এক নেতার দাবী- উনি বয়স্ক মহিলা ও লড়াকু নেত্রী উনি মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করেন তবে বক্তব্য রাখতে গিয়ে হয়তো ভূল বসত বলে ফেলেছেন।কেশাপাট বিজেপির মন্ডল সভাপতি গোপাল সাউ বলেন-"এতদিন আমরা জানতাম। আজ ওনার দলের লোকেরাও জেনে গেছেন তাই প্রকাশ্য সভাতেই বললেন।২০২১ এ সাধারণ মানুষ ও বুঝিয়ে দেবেন।"
No comments