সরকারী সহায়তায় মাছের হ্যাচারী হলদিয়ায়- আমুর পেংবা সহ বিভিন্ন মাছের পোনা উৎপাদন ।হলদিয়ার সদ্য নির্মিত মাছের কৃত্রিম প্রজনন কেন্দ্র অত্যাধুনিক মৎস্য হ্যাচারী থেকে গুণগতমান সম্পন্ন মাছের পোনা প্রাপ্তি ও মাছের উৎপাদন বৃদ্ধির জন্য উদ…
সরকারী সহায়তায় মাছের হ্যাচারী হলদিয়ায়- আমুর পেংবা সহ বিভিন্ন মাছের পোনা উৎপাদন ।
হলদিয়ার সদ্য নির্মিত মাছের কৃত্রিম প্রজনন কেন্দ্র অত্যাধুনিক মৎস্য হ্যাচারী থেকে গুণগতমান সম্পন্ন মাছের পোনা প্রাপ্তি ও মাছের উৎপাদন বৃদ্ধির জন্য উদ্যোগী হলদিয়া ব্লক মৎস্যদপ্তর।
পুর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় চাউলখোলা গ্রামে পঁচিশ লক্ষ টাকার নীল বিপ্লব প্রকল্পে গড়ে উঠছে মাছের হ্যাচারি কৃত্রিম প্রজনন কেন্দ্র)। মৎস্য দপ্তরের আর্থিক সহায়তায় চাউলখোলা গ্রামের সুব্রত মাইতি মাছের অত্যাধুনিক হ্যাচারী তৈরি করেছেন। তার অত্যাধুনিক হ্যাচারিতে এখন আমুর ও পেংবা মাছের ডিম তৈরি করছেন। এছাড়া রুই, মৃগেল, কাতলা, সিলভার কার্প, কমন কার্প, গ্রাস কার্প, জাপানী পুঁটি মাছের ডিম উৎপন্ন হচ্ছে। সুব্রত জানান, এই হ্যাচারিতে দেশি ছোট মাছ যেমন পাবদা, কই, মাগুর ইত্যাদি মাছের প্রজনন করছেন।
দেশি মাগুর, ট্যাংরা, কই— মৎস্যপ্রিয় বাঙালির পাত থেকে কার্যত হারিয়ে যেতে বসেছে সুস্বাদু এ সব মাছ। এখনও বাজারে কিছু মাছ মিললেও দাম সাধারণের নাগালের বাইরে। কৃত্রিম প্রজনন ঘটিয়ে সেই হারিয়ে যাওয়া মাছের চারার জোগান সুনিশ্চিত করছে এই হ্যাচারী।
সদ্য নির্মিত মাছের কৃত্রিম প্রজনন কেন্দ্রটি এদিন ঘুরে দেখেন পূর্ব মেদিনীপুর জেলার মৎস্য কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী , ব্লকের মৎস্য কর্মাধ্যক্ষ গোকুল মাজি ও হলদিয়ার মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু সহ অন্যন্যরা।
হ্যাচারীতে কিভাবে মাছের কৃত্রিম প্রজনন করছেন তা দেখান সুব্রত মাইতি। সদ্য ফোটানো আমুর মাছের ডিম গুলোও দেখান। এলাকার উৎসাহী মাছ চাষিরাও এদিন জড়ো হয়েছিল এই সদ্য নির্মিত হ্যাচারিতে।
হলদিয়া ব্লকের মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক, সুমন কুমার সাহু জানান, আগামীতে এই হ্যাচারীতে মাছ চাষের হাতে কলমে প্রশিক্ষন এর ব্যবস্থা করা হবে এতে আরো বেকার যুবক যুবতী মাছ চাষের বাস্তবিক অভিঞ্জতা অর্জন করে স্বাবলম্বী হতে পারবে এবং হলদিয়ার এই হ্যাচারী থেকে প্রাপ্ত মাছের ডিম পোনার যোগান পাশাপাশি এলাকার মাছ চাষিদের যেমন সহজে গুনগত মাছ মাছ পেতে সহায়তা দেবে তেমনি মাছের বাজারে আরো ভালো মাছের যোগান আসবে।
জেলার মৎস্য কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী শুভেচ্ছা জানিয়ে বলেন রাজ্যে মৎস্য ক্ষেত্রে হলদিয়া অনন্য নজির গড়ছে। হলদিয়ার চাউলখোলা গ্রামে পঁচিশ লক্ষ টাকায় মাছের কৃত্রিম প্রজনন কেন্দ্র অত্যাধুনিক মৎস্য হ্যাচারী নির্মান সদ্য সমাপ্ত হয়েছে। আমুর পেঙবা সহ বিভিন্ন মাছের প্রজনন শুরু। গুনগত মানের মাছের পোনা ও অধিক উৎপাদনে পাশাপাশি জেলার মাছ চাষিরা উপকৃত হবেন।
No comments