Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাট ব্লকের এক মহিলার অস্বাভাবিক মৃত্যু

মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বাড়বহলা গ্রামে এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলো।পরিবারসূত্রের খবর,ঐ বছর ৩১ বছরের মহিলার( দেবশ্রী  দাস) বিবাহিত মেয়ের বাড়ি কোলাঘাটে রাতে স্থানীয় এক যুবক ফোন করে জানায়,ঐ মহিলা আত্মহত্যার বিষয়ে ই…

 




মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বাড়বহলা গ্রামে এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলো।পরিবারসূত্রের খবর,ঐ বছর ৩১ বছরের মহিলার( দেবশ্রী  দাস) বিবাহিত মেয়ের বাড়ি কোলাঘাটে রাতে স্থানীয় এক যুবক ফোন করে জানায়,ঐ মহিলা আত্মহত্যার বিষয়ে ইঙ্গিতপূর্ন ফোন করে আসার কথা জানায় বলে অভিযোগ। তবে আজ ভোরবেলায় বাড়ির সামনে ঐ মহিলার চায়ের দোকানের মধ্যে তার অপর এক মেয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে।মৃত দেবশ্রী দাসের স্বামী নিশিকান্ত দাস মানসিক ভারসাম্যহীন।সকালে এই ঘটনা জানাজানির পরই এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়।ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ।মৃত মহিলার বাবা পুনিল শাসমল অভিযোগ করেন,এই ঘটনা পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।স্থানীয় এক যুবক, যে বিষয়টি ফোন করেছিলো সেই ব্যক্তি ঘটনার সাথে যুক্ত থাকতে পারে।তবে কোলাঘাট থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।অস্বাভাবিক মৃত্যুর পেছনে পরিকল্পিত খুন না আত্মহত্যা তা তদন্ত শুরু করেছে পুলিশ।সবমিলিয়ে এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




No comments