পূর্ব মেদিনীপুর জেলার রামনগর-১ ব্লকের গোবরা অঞ্চল তৃণমূল কংগ্রেস ও যুব কংগ্রেসের যৌথ আহ্বানে গোবরা গ্রামে প্রতিবাদ মিছিল ও শিব মন্দির সংলগ্ন হাটে সভা অনুষ্ঠিত হয়। অভিযোগ রাম মন্দির নির্মাণের নামে চাঁদা আদায়ের প্রতিবাদ করতে গিয়…
পূর্ব মেদিনীপুর জেলার রামনগর-১ ব্লকের গোবরা অঞ্চল তৃণমূল কংগ্রেস ও যুব কংগ্রেসের যৌথ আহ্বানে গোবরা গ্রামে প্রতিবাদ মিছিল ও শিব মন্দির সংলগ্ন হাটে সভা অনুষ্ঠিত হয়। অভিযোগ রাম মন্দির নির্মাণের নামে চাঁদা আদায়ের প্রতিবাদ করতে গিয়ে প্রাক্তন বিধায়ক অবন্তী মিশ্রের নাতি ও ব্লক তৃণমূল কংগ্রেসের সহঃ সভাপতি বিশ্বরঞ্জন মিশ্রের পুত্র বিভাস রঞ্জন মিশ্রকে হেনস্থা করা হয়।প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন গোবরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক পয়ড়্যা।বিক্ষোভ কর্মসূচী তে বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর তথা বিধায়ক অখিল গিরি, জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন , নিতাই সার,শম্পা মহাপাত্র,বিশ্বমুকুল দে,কৌশিক বারিক,মামনি বারিক,জৈরুল ইসলাম,বিশ্বরঞ্জন মিশ্র প্রমুখ । শান্তি,সম্প্রীতি ও সৌহার্দ্যের বাতাবরণকে মজবুত করে সরকারের উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখার আবেদন জানান অখিল গিরি।
No comments