Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলা রোড রেস অ্যাসোসিয়েশন তৃতীয় বার্ষিক সাধারণ সভা

পূর্ব মেদিনীপুর জেলার রোডরেস অ্যাসোসিয়েশন তৃতীয় বৎসরে পূর্ণ হল। বাৎসরিক সভা দীঘা অপরাজিতা কটেজে অনুষ্ঠিত হয় ৩১ জানুয়ারি ২০২১ এবং সভা  কমিটির সভা থেকে নতুন কার্যকরী কমিটি গঠিত হয়।  নবনির্বাচিত কমিটির কার্যকরী সভাপতি হয়েছেন ত…

 




পূর্ব মেদিনীপুর জেলার রোডরেস অ্যাসোসিয়েশন তৃতীয় বৎসরে পূর্ণ হল। বাৎসরিক সভা দীঘা অপরাজিতা কটেজে অনুষ্ঠিত হয় ৩১ জানুয়ারি ২০২১ এবং সভা  কমিটির সভা থেকে নতুন কার্যকরী কমিটি গঠিত হয়।  নবনির্বাচিত কমিটির কার্যকরী সভাপতি হয়েছেন তাপস কুমার মাইতি, সহ-সভাপতি অনুপ কুমার মাইতি, সাধারণ সম্পাদক বসন্ত কুমার জানা,সহ সম্পাদক চন্দন কুমার ঘোড়াই,আব্দুল সামাদ খান ,নির্মাতা অর্গানাইজিং সম্পাদক ত্রিদিব হাজরা, কোষাধক্ষ্য দেবাশীষ আদক হিসাবরক্ষক গৌতম সামন্ত।


 ত্রিদিব হাজরা বলেন খেলার মান কে আরও বাড়াতে আমাদের এই কমিটি ।আগামী দিনে সারা জেলা জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে সাথে নিয়ে খেলার মানকে আরও বাড়াতে রোড রেস প্রতিযোগিতা বাড়াতে হবে।


No comments