ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/utlQbfNIe80
পূর্ব মেদিনীপুরের দীঘা গামী চণ্ডীপুর থানার ১১৬বি জাতীয় সড়কে গড়গ্রাম রসিকাচক এলাকায় দিঘা থেকে কলকাতা গামী এসি বাসের সাথে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। বিশেষ সূত্রে জানা গিয়েছে, দিঘা …
ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/utlQbfNIe80
পূর্ব মেদিনীপুরের দীঘা গামী চণ্ডীপুর থানার ১১৬বি জাতীয় সড়কে গড়গ্রাম রসিকাচক এলাকায় দিঘা থেকে কলকাতা গামী এসি বাসের সাথে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। বিশেষ সূত্রে জানা গিয়েছে, দিঘা থেকে কোলকাতা গামী এসি বাসটি গড়গ্রামের কাছে ওভারটেক করতে গিয়ে কাঁথি গামী একটি ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থা দুটি গাড়ির চালক সহ বাসের জন যাত্রী।ঘটনা
য় দুটি গাড়ির সামনের দিকে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে চন্ডীপুর থানার পুলিশ এসে সবাইকে উদ্ধার করেছে। গুরুতর আহত দুই চালককে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ও বাকিদের চণ্ডীপুর এড়াশাল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে যায় জাতীয় সড়ক। দুর্ঘটনাগ্রস্ত বাস এবং ডাম্পার কে চন্ডিপুর থানায় নিয়ে গেছেন পুলিশ।
No comments