জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং বিজ্ঞান প্রসারের দপ্তরের সুচেতনা সায়েন্স ক্লাবের কো-অর্ডিনেটর শ্রীমতি দুর্গা রানী দে আয়োজন করেন বিশেষ বিজ্ঞানমনস্কতা শিবির। এতে অংশগ্রহণ করেন বিশিষ্ট …
জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং বিজ্ঞান প্রসারের দপ্তরের সুচেতনা সায়েন্স ক্লাবের কো-অর্ডিনেটর শ্রীমতি দুর্গা রানী দে আয়োজন করেন বিশেষ বিজ্ঞানমনস্কতা শিবির। এতে অংশগ্রহণ করেন বিশিষ্ট পদার্থ বিজ্ঞান এবং গণিতের শিক্ষক শ্রীযুত নিখিল কুমার কুন্ডু এবং আরতি কুন্ডু। অনুষ্ঠানে ভারতীয় বিজ্ঞানী সি ভি রমন এবং মেঘনাথ সাহা কর্ম জীবন সম্পর্কে আলোচনা হয়। উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের অবসরপ্রাপ্ত বিশিষ্ট সম্মানীয় সর্শ্রবজন শ্রদ্ধেয় আধিকারিক শ্রীযুক্ত ঊষাকান্ত কুন্ডু মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ইঞ্জিনিয়ার শ্রীযুত অমিত কুন্ডু, মানস কুমার রায়, সুপর্ণা রায়; ভারত সরকারের অবসরপ্রাপ্ত সেনা কর্মী শ্রীযুক্ত হরেকৃষ্ণ দে। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষিকা অর্পিতা দত্ত, আলপনা দে ও মুনমুন কুন্ড শ্রীমানী মহাশয়া। উপস্থিত ছিলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সর এর ছাত্র সৌরিন দে এবং রিক শ্রীমানী। অনুষ্ঠানে কো-অর্ডিনেটর শ্রীমতি দুর্গারানী দে তাঁর প্রারম্ভিক ভাষণের পর সকলকে বিজ্ঞানী সি ভি রমন এবং মেঘনাথ সাহার প্রতিকৃতি শ্রদ্ধার্ঘ্য হিসাবে অর্পণ করেন। সকলকে বিজ্ঞানমনস্কতা প্রসারে সদা জাগ্রত ভূমিকা অবলম্বন এর জন্য শিক্ষিকা আবেদন করেন। সকলকে আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সমগ্র অনুষ্ঠানটি র প্রধান অতিথি ছিলেন পাঁশকুড়া ব্রাডলি বাট হাই স্কুলের উদ্ভিদবিজ্ঞানের শিক্ষক শ্রীযুত সমীর কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় সেনা বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী শ্রীযুক্ত সুপ্রিয় দে।
No comments