ভগবানপুর এলাকায় এক চুল ব্যবসায়ী অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায় । এই এলাকারই শেখ হাকিম নামে বছর চল্লিশের এক ব্যবসায়ী তাঁর প্রতিবেশী আরেক ব্যবসায়ী খালেক মল্লিকের কাছ থেকে বেশ কিছু টাকা ধার করে চড়া সুদে । ব্যবসা…
ভগবানপুর এলাকায় এক চুল ব্যবসায়ী অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায় । এই এলাকারই শেখ হাকিম নামে বছর চল্লিশের এক ব্যবসায়ী তাঁর প্রতিবেশী আরেক ব্যবসায়ী খালেক মল্লিকের কাছ থেকে বেশ কিছু টাকা ধার করে চড়া সুদে । ব্যবসায় মন্দা চলার ফলে সেই টাকা তিনি শোধ না করতে পারায় ভগবানপুর থেকে পরিবারকে নিয়ে চেন্নাই পালিয়ে যায় ।
পরিবারের অভিযোগ তার পরেই ওই ব্যক্তির নাগাল পেয়ে তাঁকে তুলে আনে খালেক মল্লিকরা । সেখানে তাঁকে মারধর করে সমস্ত জায়গা জমি সম্পত্তি লিখিয়ে নেওয়া হয় বলে অভিযোগ । তার পরেই তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায় ।
আর সেই মৃতদেহ নিয়েই থানায় বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দা ও পরিবারের লোকজন । দীর্ঘ গড়িমসির পর ভগবানপুর থানা পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ।
No comments