Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কভিড ১৯ কাটিয়ে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার মনোযোগ দেওয়ার জন্য অভিভাবক সভায় শিক্ষিকা- দুর্গা

মেদিনীপুর জেলার নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা দুর্গা রানী দে আজ  বিশেষ  অভিভাবক সভার  আয়োজন করেন। লেখাপড়া নিরবিচ্ছিন্নভাবে শুরু করার জন্য সকল ছাত্র-ছাত্রীদের খাতা কলম ইত্যাদি শিক্ষা সামগ্রী প্রদান, জল সংরক্ষণ, ডেঙ্গ…

 





মেদিনীপুর জেলার নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা দুর্গা রানী দে আজ  বিশেষ  অভিভাবক সভার  আয়োজন করেন। লেখাপড়া নিরবিচ্ছিন্নভাবে শুরু করার জন্য সকল ছাত্র-ছাত্রীদের খাতা কলম ইত্যাদি শিক্ষা সামগ্রী প্রদান, জল সংরক্ষণ, ডেঙ্গু প্রতিরোধ, সুচেতনা সায়েন্স ক্লাবের সঙ্গে ভারতীয় বিজ্ঞানী সি ভি রমন এবং মেঘনাথ সাহা সম্পর্কে অভিভাবকদের অবহিত করণের জন্য আজ  ফেব্রুয়ারি,২০২১ প্রায় চার ঘন্টা ধরে ধাপে ধাপে সমস্ত অভিভাবকদের উপরোক্ত বিষয়গুলি নিয়ে নির্দেশনার দান করেন। ছাত্র-ছাত্রীদের লেখাপড়া সঠিক ভাবে, নিরবচ্ছিন্ন ভাবে বর্তমান শিক্ষাবর্ষে  পুনরায় ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান করেন, যাতে ছাত্র-ছাত্রীরা ওই খাতায় নিজেদের কাজ করে রাখবে এবং প্রতি সপ্তাহে অভিভাবক সভা অভিভাবকরা অভিভাবক সভা তে শিক্ষিকাকে তা দেখাবেন এবং তাদের সমস্যাগুলি  আলোচনা করবেন। যেহেতু সব ছাত্রছাত্রীর অভিভাবকের স্মার্টফোন নেই, তাই প্রায় একবছর বিদ্যালয় বন্ধ থাকার কারণে, ফোনের উপরে অভিভাবকরা আগ্রহ হারিয়ে ফেলছেন। এমত অবস্থায় ছাত্র-ছাত্রীদের সার্বিকভাবে লক্ষ্য করার জন্য ফোন এবং তাদের বাড়ীতে যাওয়া ছাড়াও প্রতি সপ্তাহে একদিন করে সকল অভিভাবকদের  আবশ্যিকভাবে সভার আহবান করেছেন, যাতে সকল অভিভাবক এর মধ্যে সন্তানদের লেখাপড়া নিয়ে উৎসাহ উদ্দীপনা অটুট থাকে। বর্তমান সময় শীতের শেষ, বসন্তের আগমনের সময় অভিভাবক অভিভাবিকা দের পানীয় জল সংরক্ষণ নিয়ে সচেতন করেন। রাস্তার ধারের জলের পাইপ গুলি থেকে জল অপচয় হলে তা বন্ধ করার অনুরোধ করেন। শিক্ষিকার   বছর ধরে সচেতন করার ফলে পানীয় জল সম্পর্কে অভিভাবকরা সকলেই সচেতন। এছাড়া বর্তমানে মশার উপদ্রব বাড়ায় শিক্ষিকা তাদের প্রতিদিন মশারি সঠিকভাবে ব্যবহার করার জন্য সতর্ক করেন, ছাত্র-ছাত্রীরা ও তাদের পরিবার যাতে কেউ ডেঙ্গু আক্রান্ত না হয়ে পড়েন। উল্লেখ্য বিগত দুই বছরে শিক্ষিকা সকল ছাত্র-ছাত্রী ও তার পরিবারের জন্য একাধিক মশারি প্রদান করেছেন যাতে কেউ ডেঙ্গু আক্রান্ত হয়ে না পড়ে। পুনরায় আজ সারাদিন ধরে সকলকে ধাপে ধাপে শিক্ষিকা অভিভাবকদের সময় অনুযায়ী নির্দেশনা দান করেন। পুনরায় আগামী সপ্তাহে সকল অভিভাবক কে ছাত্র-ছাত্রীদের কাজের খাতা গুলি নিয়ে অভিভাবকদের আসার জন্য অনুরোধ করেন। বিদ্যালয়ের পঠন পাঠন শুরু হওয়ার আগে পর্যন্ত এই ব্যবস্থা নিরবিচ্ছিন্ন ভাবে অব্যাহত রাখার জন্য অভিভাবকদের অনুরোধ করেন, যাতে ছাত্রছাত্রীরা কেউ লেখাপড়ায় পিছিয়ে না পড়ে। এরপর বিজ্ঞান প্রসারের সুচেতনা সায়েন্স ক্লাবের কর্মসূচিও অভিভাবক সভায় অন্তর্ভুক্ত করেন। উপলক্ষে  ভারতীয় বিজ্ঞানী সি ভি রমন এবং মেঘনাথ সাহার আলোকপাত করেন। যাতে অভিভাবক দের মধ্যে ছাত্রছাত্রীদের জন্য  উৎসাহ ব্যঞ্জক অনুপ্রেরণা দান করেন। যেসব ছাত্রছাত্রী পঞ্চম শ্রেণীর পাঠ সমাপ্ত করেছে তাদেরও শিক্ষিকা খাতা কলম প্রদান করেন, এবং যেহেতু তারা ষষ্ঠ শ্রেণীতে নতুন ভর্তি হওয়া বিদ্যালয় এখনো লেখাপড়ার ক্লাস শুরু হয়নি তাই তাদের লেখাপড়া করে শিক্ষিকাকে প্রতি সপ্তাহে পরীক্ষা করিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দান করেন। সকল অভিভাবক অভিভাবিকা কে আন্তরিক ধন্যবাদ এবং শ্রদ্ধা প্রদর্শন করে আজকের সভার কাজ সমাপ্ত করেন।

No comments