শেখ আনোয়ার হোসেন, হলদিয়া, পূর্ব মেদিনীপুর: হোড় খালি অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ পাত্রের আহবানে হোড়খালি অঞ্চলে তাজনগর বাজারে পথ সভা ও ধিক্কার মিছিল হয়। শ্যাম প্রসাদ পাত্র বলেন কেন্দ্রে বিজেপি সরকার যেভাবে মিথ্…
শেখ আনোয়ার হোসেন, হলদিয়া, পূর্ব মেদিনীপুর: হোড় খালি অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ পাত্রের আহবানে হোড়খালি অঞ্চলে তাজনগর বাজারে পথ সভা ও ধিক্কার মিছিল হয়। শ্যাম প্রসাদ পাত্র বলেন কেন্দ্রে বিজেপি সরকার যেভাবে মিথ্যাচার অপপ্রচার করছে তার বিরুদ্ধে বাংলা তথা বাঙ্গালীদের সোচ্চার হতে হবে।কেন্দ্র সরকার কে কৃষক বিরোধী কৃষি বিল বাতিল করতে হবে। সেই সঙ্গে বাংলায় যে ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে অপচেষ্টা রুখে দিতে হবে। 2021 এ বাংলায় পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসছে। তৃণমূল সরকারের উন্নয়ন কে ভয় পেয়ে বহিরাগতদের নিয়ে রথ যাত্রার নামে প্রহসন করার চেষ্টা চালাচ্ছে।হোড় খালি অঞ্চল সভাপতি শেখ হাসিবুল রহমান বলেন কোনো মতেই আমরা সাম্প্রদায়িক শক্তি বিজেপি সেই সঙ্গে অশুভ জোট বাম কংগ্রেস কে জায়গা দেবোনা।এই সভায় উপস্থিত ছিলেন সুতাহাটা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ- সভাপতি সেক আবুল হাসান পঞ্চায়েত সদস্য শেখ আক্রাম আলী মালতি দোল ই দাস রহিমা বিবি চন্দন কুমার দাস সহ নেতৃত্ব গন।
No comments