রাজ্যে বন্ধ কল-কারখানা খোলা, সব বেকারের কাজের ও নতুন শিল্পায়নের দাবিতে আগামী ১১ ই ফেব্রুয়ারি বামপন্থী ছাত্র যুব সংগঠন গুলির ডাকে রাজ্যে নবান্ন অভিযান কর্মসূচি রয়েছে। নবান্ন অভিযানকে সফল করার ডাক দিয়ে আজ পূর্ব মেদিনীপুরের দ…
রাজ্যে বন্ধ কল-কারখানা খোলা, সব বেকারের কাজের ও নতুন শিল্পায়নের দাবিতে আগামী ১১ ই ফেব্রুয়ারি বামপন্থী ছাত্র যুব সংগঠন গুলির ডাকে রাজ্যে নবান্ন অভিযান কর্মসূচি রয়েছে। নবান্ন অভিযানকে সফল করার ডাক দিয়ে আজ পূর্ব মেদিনীপুরের দিঘাতে বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে ওল্ড দিঘা থেকে নিউ দীঘা ত্রিকোণ পার্ক পর্যন্ত এক মহা মিছিল সংঘটিত হয়। মিছিলের পুরোভাগে ছিলেন কেন্দ্রীয় যুবনেতা ইব্রাহিম আলী ও যুব জেলা সম্পাদক পরিতোষ পট্টনায়েক। মিছিলে প্রায় দুই হাজারের বেশি বাম ছাত্র-যুব কর্মী-সমর্থকদের উপস্থিতি চোখে পড়ে। মিছিল শেষে নিউ দিঘা তে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পূর্ব পাঁশকুড়ার বিধায়ক ইব্রাহিম আলি, পরিতোষ পট্টনায়েক, অনিমেষ মাইতি, সুকুমার মইশাল, ঝাড়েশ্বর বেরা, গৌরাঙ্গ কুইলা, তাপস মিশ্র প্রমূখ। যুব জেলা সম্পাদক পরিতোষ পট্টনায়ক বলেন, বিগত দশ বছরে রাজ্যের তৃণমূল সরকার একটি ও শিল্পায়ন করেননি। ক্ষমতায় আসার আগে মোদি ও দিদির সরকার বেকার যুবকদের কাজের প্রশ্নে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সবটাই ব্যর্থ।
No comments