Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নিখোঁজ মহিষাদলের তিন শ্রমিক পরিবারের পাশে দাঁড়ালো বিজেপি নেতৃত্ব

উত্তরাখন্ড এ তুষারধ্বস এ নিখোঁজ মহিষাদলের তিন শ্রমিকের পরিবার। তাদের পাশে দাঁড়ালো বিজেপি নেতৃত্ব। নিখোঁজ শ্রমিকদের সন্ধানে তাদের পরিবারের সদস্যদের বিমানে উত্তরাখন্ড যাওয়ার বেবস্থা করলো তমলুক সাংগঠনিক জেলা বিজেপি। টিকিটের বেবস্থা …

 






উত্তরাখন্ড এ তুষারধ্বস এ নিখোঁজ মহিষাদলের তিন শ্রমিকের পরিবার। তাদের পাশে দাঁড়ালো বিজেপি নেতৃত্ব। নিখোঁজ শ্রমিকদের সন্ধানে তাদের পরিবারের সদস্যদের বিমানে উত্তরাখন্ড যাওয়ার বেবস্থা করলো তমলুক সাংগঠনিক জেলা বিজেপি। টিকিটের বেবস্থা করে দেন শুভেন্দু অধিকারী। আজ তারা বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুন নায়েক এর থেকে টিকিট সংগ্রহ করে কোলকাতা বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা দিলেন। দুপুর 1 টা 45 নাগাদ বিমানে কলকাতা থেকে পাড়ি দেবেন উত্তরাখন্ড এর উদ্দেশ্যে। দেরদুন এয়ারপোর্ট এ নেমে সেখানেও পরিবার গুলিকে সাহায্য করবে বিজেপি নেতৃত্ব। 

প্রসঙ্গত, উত্তরাখন্ডে পাহাড়ের মাথায় ভয়াবহ তুষারধ্বসে যে মারাত্মক হড়পা বান এসেছিল সেই সময়ই ঋষিগঙ্গা পাওয়ার প্রোজেক্টে কর্মরত পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানা এলাকার ৩ যুবকও নিখোঁজ হয়ে যায়।

 মহিষাদল থানার লক্ষ্যা গ্রামের বাসিন্দা লালু জানা (৩০) ও তাঁর ভাই বুলু জানা (২৯) এবং চকদ্বারিবেড়িয়া গ্রামের বাসিন্দা সুদীপ গুড়িয়া (২৭)।

রবিবার যে সময় দুর্ঘটনা ঘটে সেই সময় এই ৩ জন পাওয়ার প্রোজেক্টের ভেতর কাজ করছিল।


No comments