Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলাজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবস হলদিয়া শিল্পাঞ্চল এর বিভিন্ন জায়গায় পালিত হলো। হলদিয়া পৌরসভার উদ্যোগে ভাষা শহীদ দিবস প্রাঙ্গণে যথাযথ মর্যাদায় পালিত হল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলদিয়া শিল্পাঞ্চ…

 




একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবস হলদিয়া শিল্পাঞ্চল এর বিভিন্ন জায়গায় পালিত হলো। হলদিয়া পৌরসভার উদ্যোগে ভাষা শহীদ দিবস প্রাঙ্গণে যথাযথ মর্যাদায় পালিত হল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভুল বানান ব্যবহারের উপর কর্তৃপক্ষের নজরদারী জানানোর নাগরিক কমিটির হলদিয়া সিটি সেন্টার পৌরসভার ভাষা উদ্যানে মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে ওঠেন। ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় ভাষা শহীদ স্মারক প্রদান উপলক্ষে রবীন্দ্রনাথ নজরুলের মূর্তি নতুন করে রং করা হয়েছে। এদিন ভাষা শহীদদের আবৃত্তি গান কবিতার মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন হলদিয়া বিভিন্ন স্কুলের শিক্ষকরা আলোচনায় অংশ নেন এশিয়াটিক সোসাইটির ভাষা গবেষক এবং অধ্যাপক শুভময় দাস। ভাষা শহীদ দিবস উপলক্ষে প্রকৃতির কোলে আবৃত্তি কবিতার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন মন পাখি কর্তৃপক্ষ।এছাড়া হলদিয়া ব্রজলালচক গান্ধী কুঠিরে পূর্ব মেদিনীপুর হলদিয়া তথ্য-সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে উদযাপিত করা হয়।রবিবার যথাযথ মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এদিন তমলুক কলেজে জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এর উদ্যোগে মাতৃভাষা দিবস পালিত হয়। এই উপলক্ষে ভাষা শহীদদের স্মরণ সংগীত আবৃত্তি ও ভাষা দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আব্দুল মোতিন, জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক  গিরিধারী সাহা প্রমুখ। তমলুক পৌরসভার উদ্যোগে অফিসের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। জেলার অন্য তিন টি তথ্য সংস্কৃতি দপ্তর এর উদ্যোগে ভাষা শহীদ দিবস উদযাপিত হয়।


No comments