Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলনে রাজ্য সরকার কে হুঁশিয়ারি দিলেন জেলা সম্পাদক অরূপ কুমার ভৌমিক

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/Q1eBCcgFKMM
আজ একুশে ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষক সমিতির সুতাহাটা বাৎসরিক সম্মেলন হল। সেই কমিটির উদ্যোগে "স্মৃতি ভবন" তৈরি হয় প্রায় সাড়ে সাত লক্ষ টাকা খরচে। শিক্ষকদের নিয়ে সম্মে…

 


ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/Q1eBCcgFKMM


আজ একুশে ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষক সমিতির সুতাহাটা বাৎসরিক সম্মেলন হল। সেই কমিটির উদ্যোগে "স্মৃতি ভবন" তৈরি হয় প্রায় সাড়ে সাত লক্ষ টাকা খরচে। শিক্ষকদের নিয়ে সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অরুপ কুমার ভৌমিক সভাপতি দিলীপ মাইতি রাজ্য কমিটি সহ-সভাপতি প্রনবানন্দ  দাস অবসরপ্রাপ্ত শিক্ষক সমিতির জেলা সভাপতি শংকর প্রসাদ মাইতি সাধারণ সম্পাদক সাধন চন্দ্র রায় সংগঠনের জেলা কোষাধক্ষ্য গঙ্গানারায়ণ জানা মহিলা সম্পাদিকা সীমাক্ষী জানা।


সুতাহাটা দক্ষিণ চক্র সাধারন সম্পাদকপ্রদ্যেৎ কুমার বেরা সভাপতি অশোক কুমার দাস প্রমূখ। সম্মেলনের সভা পরিচালনা অবসরপ্রাপ্ত শিক্ষক  মদন মোহন সেন। জেলা শাখার সাধারণ সম্পাদক অরূপ কুমার  ভৌমিক বললেন অবিলম্বে করোনা পরিস্থিতিতে সরকারি গাইডলাইন মেনে স্কুল খুলতে হবে। জেলার প্রায় ১৫০ টি স্কুলে প্রধান শিক্ষক পদ পূরণ করতে হবে ২০১৬ এবং ১৯ সালে অবসর নেওয়া শিক্ষকদের পেনশন দিতে হবে। এছাড়া স্মৃতি  ভবনের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক শীতল প্রসাদ বিশ্বাস। শিক্ষকদের আর্থিক সহযোগিতায়  ভবনটির তৈরী করা সম্ভব হয়েছে।

No comments