ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/EBbAAC8CV98
সংবাদ দাতা -চামেলী ভট্টাচার্য্য
হাওড়া 20 নং ফকির চাঁদ ঘোষ লেন দোয়েল ফ্ল্যাটে সরস্বতী পুজা হয়ে গেলো আজ বিসর্জন । রাম কেষ্টপুর ঘাটে । পুজা কমিটির সেক্রেটারি শ্রী অরুণ ভট্টাচার্য …
ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/EBbAAC8CV98
সংবাদ দাতা -চামেলী ভট্টাচার্য্য
হাওড়া 20 নং ফকির চাঁদ ঘোষ লেন দোয়েল ফ্ল্যাটে সরস্বতী পুজা হয়ে গেলো আজ বিসর্জন । রাম কেষ্টপুর ঘাটে । পুজা কমিটির সেক্রেটারি শ্রী অরুণ ভট্টাচার্য বক্তব্যে বলেন করোনা এবং নানা ঘাত পতিঘাতের মধ্যে দিয়ে দোয়েল ফ্ল্যাটে সরস্বতী পুজা অনুষ্ঠিত হল । তবে একটা দুঃখের ছায়া রয়েই গেলো সেটা মুছে ফেলা কখনই যাবে না, সেটা যেমন নানা দেশ বিদেশের মানুষ কে করোনা র জন্য হারিয়ে ছি,তেমনি অনিমা কাকিমা শ্যামল দা কে হারিয়ে ছি ।হারিয়ে ছি আর ও অনেক জন কে ।তবুও গতানুগতিক ভাবে আমাদের ফ্ল্যাটের সরস্বতী পুজো খুব ই ভালো ভাবে করবার চেষ্টা করলাম । সুস্থ থাকুন ভালো থাকুন ।
আর এখানে উপস্থিত ছিলেন শিবাষিশ ব্যানার্জি উনি পুরোটা যাতে সুষ্ঠু ভাবে এগিয়ে যায় তার পুরো আয়োজন করেন এবং ফ্ল্যাটের সবাই দুই হাত বাড়িয়ে সহযোগিতা করেন । পুজোটা যাতে এগিয়ে যায় তার পুরোটাই আয়োজন করেন শিবাষিশ ব্যানার্জি । ফ্ল্যাটের সবাই সহযোগিতা করেন ।
No comments