১১ ই ফেব্রুয়ারি নবান্ন অভিযানে ছাত্র-যুবক, যুবতীদের উপরে পুলিশের বর্বরোচিত আক্রমণের ফলে সহস্রাধিক আন্দোলনকারী ছাত্র-যুবক যুবতিরা আহত হয়ে হাসপাতালে চিকিৎসারত এবং শত শত আন্দোলনকারীদের গ্রেফতারের প্রতিবাদে আজ সারা বাংলা জুড়ে ১২ …
১১ ই ফেব্রুয়ারি নবান্ন অভিযানে ছাত্র-যুবক, যুবতীদের উপরে পুলিশের বর্বরোচিত আক্রমণের ফলে সহস্রাধিক আন্দোলনকারী ছাত্র-যুবক যুবতিরা আহত হয়ে হাসপাতালে চিকিৎসারত এবং শত শত আন্দোলনকারীদের গ্রেফতারের প্রতিবাদে আজ সারা বাংলা জুড়ে ১২ ঘন্টার হরতাল সম্পন্ন হল,খেজুরির হেঁড়িয়া জাতীয় রোডের উপর দফায় দফায় পুলিশের বাধা ও আক্রমণ সত্বেও প্রায় দুটি স্থানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয়। এই কর্মসূচিতে নেতৃত্বদেন রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস, জেলাসম্পাদক মন্ডলির সদস্য ভারত মাইতি, জাতীয় কংগ্রেসের মনোরঞ্জন জানা, জেলা কমিটির সদস্য বিষ্ণুপদ মান্না, প্রতিমা মন্ডল, চিত্ত দাস। গোকুল ঘোড়াই, মৃন্ময় মাইতি, অমলেন্দু দাস সহ শত শত কর্মী-সমর্থকগন আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আগামীদিনে এই অনৈতি কাজ এবং অত্যাচারের বিরুদ্ধে বিশেষ করে দিল্লিতে কৃষকদের উপর অত্যাচার করছে মোদির পুলিশ। আর এ রাজ্যে সকলের জন্য কাজ, সকলের জন্য শিক্ষা, আর সকলের জন্য খাদ্যের দাবিতে নবান্ন অভিযান করতে গিয়ে ছাত্র, যুব মহিলাদের উপর অত্যাচার করছে দিদির পুলিশ।এরা দুজনেই এক এবং সমান অপরাধী। এদের অনৈতিক কাজের বিরুদ্ধে আন্দোলন চলবে।
No comments