পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে হোড়খালী গ্রাম পঞ্চায়েতের অধিন গৌরাঙ্গপুর বাসপুল থেকে ফতেপুর মসজিদ এবং গুয়াবেড়্যা গ্রাম পঞ্চায়েতের অধিন গোড়াদোরো থেকে হেল্থ সেন্টার পর্যন্ত ঢালাই রাস্তা উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য আ…
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে হোড়খালী গ্রাম পঞ্চায়েতের অধিন গৌরাঙ্গপুর বাসপুল থেকে ফতেপুর মসজিদ এবং গুয়াবেড়্যা গ্রাম পঞ্চায়েতের অধিন গোড়াদোরো থেকে হেল্থ সেন্টার পর্যন্ত ঢালাই রাস্তা উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য আনন্দময় অধিকারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোড়খালী প্রধান করবী কালসা, উপপ্রধান আতিয়ার সাহেব ও গুয়াবেড়্যা প্রধান সাবিরুদ্দিন,প্রাঃ প্রধান সাহ নাওয়াজ। কিছু কাজ না করা মানুষ কাজ না করে নিজের বলে চালিয়ে দেন সেটা সমাজে কুরুচিকর। সমাজের কাজ করুন নিজের উদ্যোগে। এই কাজের জন্য সভাধিপতি, জেলা শাসক সহ জেলা আধিকারিক দের কাছে কৃতজ্ঞ। আপনাদের শুভেচ্ছা ও শুভকামনা চাইছি আগামী দিনের কাজের জন্য।
No comments