পাঁশকুড়া পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের পশ্চিম কল্লাতে ও পাঁশকুড়া ব্লক এলাকায় মধ্যে অবস্থিত দোকান্ডা তে সবুজ অভিযান চালায় পাঁশকুড়া পৌরসভার পৌর প্রধান ও সাফাই কর্মীরা। প্রায় দেড় ঘণ্টা ধরে কয়েকশো বস্তা আবর্জনা পরিষ্কার করলেন…
পাঁশকুড়া পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের পশ্চিম কল্লাতে ও পাঁশকুড়া ব্লক এলাকায় মধ্যে অবস্থিত দোকান্ডা তে সবুজ অভিযান চালায় পাঁশকুড়া পৌরসভার পৌর প্রধান ও সাফাই কর্মীরা। প্রায় দেড় ঘণ্টা ধরে কয়েকশো বস্তা আবর্জনা পরিষ্কার করলেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র, ভাইস চেয়ারম্যান সইদুল ইসলাম খান, পাঁশকুড়া পৌরসভার একাধিক কাউন্সিলর সহ সাফাই কর্মীরা। পাঁশকুড়া পৌরসভার নন্দকুমার মিশ্র বলেন-" মূলত জনগণকে সচেতনতা করার উদ্দেশ্যেই এই কর্মসূচি, এছাড়াও পরিবেশকে দূষণমুক্ত করা, ভালো রাখা, প্লাস্টিক ও অপচনশীল বস্তু ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞাসহ সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই কর্মসূচি। বেশ কয়েক বছর ধরে পাঁশকুড়ার দোকান্ডায় ফুলের বাগান টি জনমানুষের সাড়া ফেলেছে। প্রতিনিয়তই কয়েক হাজার পর্যটক এই ফুলের বাগান পরিদর্শনে আসেন এবং পিকনিক করছেন। পিকনিকের পর তাদের উচ্ছিষ্ট সামগ্রী গুলিকে যত্রতত্র ফেলে দিয়ে যাচ্ছেন। যার ফলে এই ফুলের বাগান সৌন্দর্য হারিয়ে প্লাস্টিকের সামগ্ৰীতে ভরে উঠেছে। সেই লক্ষ্যে আজ পাঁশকুড়া পৌরসভার পক্ষ থেকে এবং পাঁশকুড়া সাফাই কর্মীদের সহযোগিতায় বেশ কয়েক ঘণ্টা ধরে প্রায় ১৫০ বস্থাপ্লাস্টিক সংগ্রহ করলাম এবং সেগুলিকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিলাম। এবং পর্যটকদের নির্দেশ দিলাম যাতে প্লাস্টিক সামগ্রী গুলি কম ব্যবহার করেন এবং সেগুলি ব্যবহারের জন্য যেন নির্দিষ্ট জায়গা ব্যবহার করেন।" যদিও বিরোধীরা মন্তব্য করেছেন -"মূলত ভোটকে মাথায় রেখেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এই সমস্ত কাজকর্ম করে বেড়াচ্ছেন।"
No comments