ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/XJ0QRKY2Fwgপ্রতিবছরের মতো এ বছরের শুরু থেকেই শীতবস্ত্র এবং শিক্ষা সামগ্রী বিভিন্ন গ্রামে গ্রামে পৌঁছে গিয়ে নিজ উদ্যোগেই তুলে দিচ্ছেন। সাধারণ মানুষের হাতে করোনা প্রবাহের সময় স্যানিটাইজার ম…
ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/XJ0QRKY2Fwg
প্রতিবছরের মতো এ বছরের শুরু থেকেই শীতবস্ত্র এবং শিক্ষা সামগ্রী বিভিন্ন গ্রামে গ্রামে পৌঁছে গিয়ে নিজ উদ্যোগেই তুলে দিচ্ছেন। সাধারণ মানুষের হাতে করোনা প্রবাহের সময় স্যানিটাইজার মাক্স এবং দুঃস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছিলেন। আম্ফান ঘূর্ণিঝড় তুলে দিয়েছেন ত্রিপল ।প্রদীপ বিজলী শিল্পশহর হলদিয়া পৌরসভা এবংসুতাহাটা পঞ্চায়েত সমিতি এবং হলদিয়া উন্নয়ন ব্লক এর বিভিন্ন গ্রামে গিয়ে নিজ উদ্যোগে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী দান তুলে দিচ্ছেন বিশিষ্ট সমাজসেবী প্রদীপ বিজলী বন্দর শ্রমিক নেতা। বন্দরে কাজ করেন অনেক মানুষই রয়েছেন কিন্তু মানবিক মুখ নিজের ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘ কয়েক বছর ধরে এই কাজ করে আসছেন প্রদীপ বিজলী। উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবী অশোক কুমার মাইতি। সকালে বাজিৎপুর ৩ টি বুথে গোবিন্দপুর ৩ টি বুথে শিমূলবেড়া রামপুর রঘুরামপুর ১৫০ জন মায়ের হাতে শাড়ী তুলে দিলেন।
No comments