ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/6C7dDRVRbycনবান্ন অভিযানে বাম ছাত্র যুবদের উপর পুলিশের নৃশংস আক্রমণের প্রতিবাদে ১২ ঘন্টার বন্ধ সফল করতে ব্রজলাল চক হাইরোড জাতীয় সড়কে মিছিল সংঘটিত হয় হলদিয়া উন্নয়ন ব্লকের সামনে এবং ব্রজ…
ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/6C7dDRVRbyc
নবান্ন অভিযানে বাম ছাত্র যুবদের উপর পুলিশের নৃশংস আক্রমণের প্রতিবাদে ১২ ঘন্টার বন্ধ সফল করতে ব্রজলাল চক হাইরোড জাতীয় সড়কে মিছিল সংঘটিত হয় হলদিয়া উন্নয়ন ব্লকের সামনে এবং ব্রজলালচক মরে দফায় দফায় অবরোধ সংঘটিত হয় ভবানীপুর থানার পুলিশ তৎক্ষণাৎ পৌঁছে গিয়ে পথ অবরোধ তুলে নেয়। বাম-কংগ্রেসের মিছিল ও অবরোধে। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় বামপন্থীদের উদ্যোগে বন্ধের সমর্থনে মিছিল সংঘটিত হয় এবং বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে মন সর্মথকরা তৎক্ষণাৎ পুলিশ গিয়ে সেই পথ অবরোধ তুলে নেয় ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলারচৈতন্যপুর দুর্গাচক সুতাহাটা টাউনশিপ মাখন বাবুর বাজার এবং হলদিয়া জাতীয় সড়ক ব্রজলাল চক হাইরোড মোড়ে। হলদিয়া উন্নয়ন ব্লক অফিসের সামনে দফায় দফায় অবরোধ মিছিল সংঘটিত করেন নেতৃত্ব দেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী জেলা সদস্য অচিন্ত্য সামন্ত মন্দিরা পন্ডা হলদিয়া মহিলা সমিতির সম্পাদিকা রীনা পাহাড়ি হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলার শুভশ্রীর সামন্ত প্রমূখ।
No comments