ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/yL1I9kpD08wহলদিয়া ব্লকের দেউলপোতা গ্রাম পঞ্চায়েত অফিসে চুরি করতে গিয়ে বামাল ধরা পড়ল দুই দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে নগদ ৩৪হাজার ৪০০টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক উদ্ধার করেছে পুলিস। সিভিক পুলিসে…
ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/yL1I9kpD08w
হলদিয়া ব্লকের দেউলপোতা গ্রাম পঞ্চায়েত অফিসে চুরি করতে গিয়ে বামাল ধরা পড়ল দুই দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে নগদ ৩৪হাজার ৪০০টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক উদ্ধার করেছে পুলিস। সিভিক পুলিসের তৎপরতায় ধরা পড়েছে দুষ্কৃতীরা। বালুঘাটা-কুকড়াহাটি রোডের কসবেড়িয়া বাজার সংলগ্ন রাস্তার পাশে ওই অঞ্চল অফিস। প্রতিদিন রাতে বাজারে ৪-৫জন সিভিক ভলান্টিয়ার টহল দেয়। রাত ১টা ৪০মিনিট রাস্তায় টহল দেওয়ার সময় অঞ্চল অফিস থেকে শব্দ পেয়ে সিভিকরা পঞ্চায়েত সদস্য অশোক মাইতিকে ফোন করে। পরে রাস্তায় টহলদারি পুলিস ভ্যান এসে দুষ্কৃতীদের পাকড়াও করে। তিন দুষ্কৃতীর একজন পালিয়ে যায়। এই ঘটনার পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। তবে ওই এলাকার বাসিন্দা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য মন্দিরা পন্ডা বলেন তৃণমূলের যোগ সাধ্য তাদের গোষ্ঠীদ্বন্দ্বে এই কাজ। গত পরশুদিন রাতে ওর পাশেই স্বাস্থ্য কেন্দ্র চুরি হয়ে গেল সে দিকে ধ্যান না দিয়ে তার পরেরদিন অঞ্চল অফিস চুরি।পুলিশ প্রশাসন কি করছেন। সাধারণ মানুষ নিরাপত্তা পাবে কোথায়। তিনি আরো বলেন ছোট ফুল থেকে বড় ফুলে অঞ্চলে সদস্যরা যেতে চাইছে তাই বিজেপিকে প্রচারে আনতে চাইছে।
No comments