Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আবাস যোজনা ঘরের দুর্নীতি অভিযোগ কাঁথি পৌরসভা

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বাংলা আবাস যোজনার উপভোক্তা তালিকার অগ্রাধিকার চিহ্নিত করন ও নিয়ম বহির্ভূত ভাবে অর্থ নেওয়ার ভূরি প্রামাণ অভিযোগ উঠছে বিগত পৌর বোর্ডের কর্মকর্তা  ও অধিকাংশ  বিদায়ী কাউন্সিলরদের বি…

 





পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বাংলা আবাস যোজনার উপভোক্তা তালিকার অগ্রাধিকার চিহ্নিত করন ও নিয়ম বহির্ভূত ভাবে অর্থ নেওয়ার ভূরি প্রামাণ অভিযোগ উঠছে বিগত পৌর বোর্ডের কর্মকর্তা  ও অধিকাংশ  বিদায়ী কাউন্সিলরদের বিরুদ্ধে। সরকারী বিধি অনুযায়ী সমস্ত ওয়ার্ডে সমীক্ষা করে আবাস যোজনার উপভোক্তাদের সার্বিক তালিকা প্রনয়ণ করে অনলাইন ও জনসমক্ষে প্রকাশ করার কথা।উপভোক্তা  দেবেন  ২৫ হাজার টাকা। সরকারী অনুদান কয়েকটি কিস্তিতে মোট ৩লক্ষ ৪৩ হাজার টাকার কিছু বেশী। সরকার কোটার ভিত্তিতে আবাস যোজনার অনুদান বরাদ্দ করেন।নিয়মমাফিক যাদের বাড়ী একদম নেই তারাই আগে আবাস যোজনার অনুদান পাওয়ার কথা।কিন্তু কাটমানির বিনিময়ে অগ্রাধিকারের তালিকায় অনেক যোগ্য উপভোক্তারা বাদ পড়ে যান।ফলে অনেক ক্ষেত্রে গৃহহীন পরিবারের লোকজন প্রয়োজনীয় অর্থ ও কাটমানি দিতে না পারার জন্য  প্রথমেই আবাস যোজনার অনুদান থেকে বঞ্চিত রয়েছেন। ফলে সম্পন্ন লোকেরা আবাস যোজনার টাকা আগে ভাগে পেয়ে যান।বিভিন্ন ওয়ার্ডে তদন্ত করতে গিয়ে দেখা যায় কাঁথি পৌরসভার অনেক গৃহহীন গৃহস্থরা খোলা অাকাশের নীচে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। অপরদিকে আবাস যোজনার  সার্বিক তালিকা দেখিয়ে অনেকের কাছ থেকে  উপভোক্তা পিছু ২৫ হাজার টাকা করে কোটি কোটি টাকা তুলে নেওয়া হয়েছে হর্তাকর্তারা। তাদের মধ্যে যারা  এখনও অগ্রাধিকারের তালিকায় অন্তর্ভুক্ত হননি তাঁরা হ্যাপিত্যেশ করে বসে আছেন।উপভোক্তার  ২৫ হাজার টাকা নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কথা।তা-ও অনেক ক্ষেত্রে করা হয় নি।উপভোক্তার কাছ থেকে নেওয়া কোটি কোটি টাকা পৌরসভার তদানিন্তন কর্তাদের কাছে অবৈধভাবে এখনও জমা আছে।পৌর নাগরিকরা তীর্থের কাকের মত পৌরসভার দুয়ারে দুয়ারে ঘুরছেন। চায়ের ফাঁকে অাড্ডা কর্মসূচী তে পৌরসভার প্রশাসকমন্ডলী র সদস্য মামুদ হোসেন, সুপ্রকাশ গিরি,সুবল মান্না,রত্নদীপ মান্না প্রমুখ অাজকে কয়েকটি ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচী তে যোগ দিয়ে জনগণের কাছ থেকে উপরোক্ত অভিযোগ প্রাপ্ত হন বলে জানা গেছে। কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলীর সদস্য মামুদ হোসেন উপরোক্ত অভিযোগ স্বীকার করে বলেন জনগণের সাথে প্রতারণা কোনভাবেই মেনে নেওয়া হবে না।পৌরসভার প্রশাসকমন্ডলী র চেয়ারম্যান সিদ্ধার্থ মাইতি র নজরে সমস্ত বিষয় টি আনা হয়েছে। অাগামী পৌরবোর্ডের সভায় বিষয় টি উত্থাপন করার কথা জানান মামুদ হোসেন।






No comments