Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদলে বিজেপির নতুন পুরাতন কর্মীদের মধ্যে গোষ্ঠী কোন্দল

সামনে বিধানসভা নির্বাচন আগত আর কয়েক দিনের মধ্যেই দিনক্ষণ ঘোষিত হবে তারই মধ্যেই পূর্ব মেদিনীপুর জেলা। এবার প্রকাশ্যে রাজ্যের বিরোধী রাজনৈতিক দল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। আদি বিজেপি বনাম নতুন বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্…

 




সামনে বিধানসভা নির্বাচন আগত আর কয়েক দিনের মধ্যেই দিনক্ষণ ঘোষিত হবে তারই মধ্যেই পূর্ব মেদিনীপুর জেলা। এবার প্রকাশ্যে রাজ্যের বিরোধী রাজনৈতিক দল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। আদি বিজেপি বনাম নতুন বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে এল। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল এলাকায়। মহিষাদলের বেশকিছু দেওয়াল লিখনের ওপর 'আমরা আদি বিজেপি' বলে লেখার অভিযোগ উঠল। সাম্প্রতিক বেশ কয়েকদিন ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক লেগেই চলেছে। এমন পরিস্থিতিতে অস্বস্তিতে আদি বিজেপি কর্মীরা। যার এক প্রকার বহিঃপ্রকাশ দেখা গেল বৃহস্পতিবার। বৃহস্পতিবার সকালে মহিষাদলের বেশকিছু বিজেপির দেওয়াল লিখনের ওপর দেখা যায় তার ওপর লিখে দেওয়া হয়েছে আমরা আদি বিজেপি কর্মী বলে। যাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপি মহলে। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি তপন ব্যানার্জি। পাল্টা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল তুলেছেন মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তিলক কুমার চক্রবর্তী।নতুন পুরাতন কর্মীদের মধ্যে দেওয়াল লিখনের হিড়িক পড়েছে সারা জেলাজুড়ে।

No comments