Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দেওয়াল দখলের রাজনীতিতে সরগরম পূর্ব মেদিনীপুর

বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
সামনে বিধানসভা নির্বাচন প্রত্যেকটি দল তাদের দেওয়াল লিখনের জন্য প্রস্তুতি শুরু করেছেন।

বিজেপির দেওয়াল লিখন মুছে সেগুলিকে তৃণমূল দখল করাতে উত্তেজনা সৃষ্টি হল তমলুক শহ…

 






বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
সামনে বিধানসভা নির্বাচন প্রত্যেকটি দল তাদের দেওয়াল লিখনের জন্য প্রস্তুতি শুরু করেছেন।



বিজেপির দেওয়াল লিখন মুছে সেগুলিকে তৃণমূল দখল করাতে উত্তেজনা সৃষ্টি হল তমলুক শহরের ১৬ নম্বর ওয়ার্ডে। বিজেপি নেতৃত্বরা নতুন করে দেওয়াল লিখন করতে গেলে তাদের ওপর হামলা চালানোর চেষ্টা করেন তৃণমূলের নেতৃত্বরা।ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।বিজেপি তমলুক নগর সভাপতি সুকান্ত চৌধুরী অভিযোগ করেন-" কয়েকমাস আগে থেকে এলাকার মানুষের থেকে সম্মতি নিয়ে তমলুক শহরের বিভিন্ন ওয়ার্ডে দেওয়াল লিখন এর জন্য দেওয়ালগুলিকে তৈরি করে রাখে বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার ও গতরাতে ১৬ নম্বর ওয়ার্ডে সমস্ত বিজেপির লেখা দেওয়াল গুলিকে মুছে তৃণমূলের লেখা লিখে দেওয়া হয়। নতুন করে চুন বুলিয়ে খেলা হবে লেখা হয়। দেওয়াল মালিকদের ও ভয় দেখানো হয়"। তমলুক শহর তৃণমূলের সভাপতি তথা ১৬ নম্বর ওয়ার্ডের নেতা চঞ্চল খাঁড়া এর নেতৃত্বে এলাকার দুষ্কৃতীরা এই কাজ করে। আজ সকালে বিজেপি নেতৃত্ব ও কর্মীরা নতুন করে দেওয়াল লিখতে গেলে তৃণমূল এর দুষ্কৃতীরা তাদের ওপর চড়াও হয়, হামলা চালানোর চেষ্টা করে।" তমলুক শহর তৃণমূলের সভাপতি তথা ১৬ নম্বর ওয়ার্ডের নেতা চঞ্চল খাঁড়া বলেন -"দেওয়াল গুলো আমরা আগে থেকে প্রস্তুত করে রেখেছিলাম। বরং বিজেপি বাইরে থেকে দুষ্কৃতী এনে ওই দেওয়াল গুলির উপর লেখা শুরু করেছিল। আমাদের কর্মী সমর্থকরা ওদের বাঁধা দেওয়ার চেষ্টা করে। ওরা আমাদের ওপর চড়াও হয় এবং আমাদের ওপর হামলা চালানো শুরু করে।"মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছায়।

No comments