Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃণমূলের এক জনসমাবেশে হাজির হয়ে ‘খেলা হবে’ শ্লোগান আর বক্তব্যে মঞ্চ মাতালেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র

স্বাধীনতা আন্দোলনের অন্যতম পীঠস্থান কাঁথির পিছাবনীতে তৃণমূলের এক জনসমাবেশে হাজির হয়ে ‘খেলা হবে’ শ্লোগান আর বক্তব্যে মঞ্চ মাতালেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। এদিন রীতিমতো শুদ্ধিকরণ করে সেখানে বিজেপির পাল্টা জনসমাবেশের আয়…

 




স্বাধীনতা আন্দোলনের অন্যতম পীঠস্থান কাঁথির পিছাবনীতে তৃণমূলের এক জনসমাবেশে হাজির হয়ে ‘খেলা হবে’ শ্লোগান আর বক্তব্যে মঞ্চ মাতালেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। এদিন রীতিমতো শুদ্ধিকরণ করে সেখানে বিজেপির পাল্টা জনসমাবেশের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। কাঁথি-১ ব্লক তৃণমূলের ডাকে পিছাবনী হাইস্কুল সংলগ্ন শহিদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে মাঠে এই জনসমাবেশের আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারের নানা জনবিরোধী নীতি, পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের মূলবৃদ্ধি, কৃষি আইন বাতিলের দাবিতেই ছিল এদিনের এই জনসভা। এদিন জনসভায় প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। মদন মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী সদ্য তৃণমূলে যোগ দেওয়া বাহা (রণিতা দাস)। প্রসঙ্গত, গত ১৭ফেব্রুয়ারি ‘পরিবর্তন যাত্রা’ উপলক্ষে পিছাবনীর শহিদ স্মৃতিস্তম্ভের সামনেই সভা করেছিল বিজেপি। মঙ্গলবার তারই পাল্টা জনসভার ডাক দেওয়া হয়। প্রথমে গঙ্গাজল সহ অন্যান্য সামগ্রী দিয়ে শহিদ স্মৃতিস্তম্ভ ধুয়ে শুদ্ধিকরণ করা হয়। মদন মিত্রের ‘খেলা হবে’ শ্লোগানে জনসভা ছিল রীতিমতো সরগরম। মদনবাবু বলেন, প্রতিদিন দিল্লি সহ ভিনরাজ্যের বহিরাগত নেতারা পশ্চিমবঙ্গে ডেলি প্যাসেঞ্জারি করছেন। আগেই আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম, বর্ডার সিল করে দিন, যাতে বহিরাগতরা ঢুকতে না পারে। বহিরাগতরা হাতে মেসিন নিয়ে, বোমার মশলা নিয়ে ঢুকছে। তাদের সিল করে আটকাতে হবে না। আমি কথা দিয়ে যাচ্ছি। তাদের ঢুকতে দিন। ঢোকার জায়গা হয়তো পাবে। কিন্তু বেরনোর রাস্তা খুঁজে পাবে না। আর খেলতে গেলে মালমশলা লাগবেই। মালমশলা লাগলে পৌঁছে দিতে হবে। আপনারা জানেন তো, ইলেকশনে কি মালমশলা লাগে? সেই  মালমশলার রিকুইজিশন আমাকে দেবেন, আমি পৌঁছে দেব। এখানকার নেতাকর্মীদের আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি, বুথের এজেন্ট তৈরি করুন। লিস্ট করুন।  আমাকে ভালো খেলোয়াড় খুঁজে দিন, যারা নির্বাচনে খেলতে পারবে। আমি তাদের ট্রেনিং দিয়ে দেব, কী করে খেলতে হয়। তিনি বলেন, তৃণমূল জেতার পর আবির নিয়ে অন্য কোনও শ্লোগান হবে না। একটাই শ্লোগান হবে, খেলা হবে, খেলা হবে আর খেলা হবে। বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য উত্তম বারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন, ব্লক তৃণমূল সভাপতি রামগোবিন্দ দাস, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মধুরিমা মণ্ডল, দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সভাপতি তরুণ জানা সহ অন্যান্য নেতারা।

No comments