Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এবারে থিম স্বর্গোদ্যান পটাশপরে সরস্বতি পূজোর

নতুন থিম ধারণায় ক্ষেত্রে ব্যতিক্রম নয় সরস্বতী পূজো। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু'নম্বর ব্লকের পঁচেট ডিলাট ক্লাবের ব্যবস্থাপনায় সার্বজনীন সরস্বতী পূজা ও উৎসব এ বছর ১৫ তম বর্ষে পদার্পণ করলো। তাদের এবছরের থিম "স্বর্গ…

 




নতুন থিম ধারণায় ক্ষেত্রে ব্যতিক্রম নয় সরস্বতী পূজো। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু'নম্বর ব্লকের পঁচেট ডিলাট ক্লাবের ব্যবস্থাপনায় সার্বজনীন সরস্বতী পূজা ও উৎসব এ বছর ১৫ তম বর্ষে পদার্পণ করলো। তাদের এবছরের থিম "স্বর্গোদ্যান"। যা তৈরি হয়েছে মাটি, প্লাস্টিক ও থার্মোকল দিয়ে। ক্লাবের প্রায় ৪০ জন সদস্য মিলে সাজিয়ে তুলেছে গোটা মন্ডপ। মন্ডপের সামনে পরিবেশ রক্ষার বার্তা দিতে সবুজ গাছ দিয়ে ভরিয়ে তোলা হয়েছে। এবছেরে বাজেট রয়েছে প্রায় ১০ লক্ষ টাকারো অধিক। কমিটির তরফ থেকে জানানো হয়েছে ক্লাবের নিজস্ব অর্থেই পুরো পূজো হচ্ছে। চারদিন ব্যাপি অনুষ্ঠানে নানান খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাজের সুরক্ষায় থাকছে বস্ত্র বিতরণ, ত্রিপল বিতরণ, পুস্তক বিতরণ সহ নানান কর্মসূচি। সারা পৃথিবীজুড়ে যে ভয়ঙ্কর করোনা পরিস্থিতি চলছে তা থেকে মুক্ত হয়ে মানুষ যাতে স্বর্গের মতো আনন্দ উপভোগ করতে পারে তার জন্য এবছরের ভাবনা স্বর্গোদ্যান। ক্লাবের এক কর্মকর্তা জানান আমরা প্রচুর মানুষের ভালোবাসা, আশীর্বাদ এবং সহযোগিতা আমরা সর্বদা পেয়ে থাকি।আশা করি  আমাদের ঐ মন্ডপছ প্রতি বছরের ন্যায় এ বছরও প্রচুর দর্শনার্থীদের সমাবেশ ঘটবে। এবছর সমস্ত অনুষ্ঠানটি করুণা বিধি মেনে করছি। সব মিলিয়ে স্বরসতি পূজাকে ঘিরে সাজে সাজো রবো সারা বছর জুড়ে।


No comments