পূর্বমেদিনীপুর জেলার হলদিয়া দূর্গা চক্ থানার অন্তর্গত প্রিয়ংবদা হাউজিংয়ে সুব্রত গোস্বামী র বাড়িতে ডাকাতি হয়। প্রায় দশ ভরি সোনা এবং ৮০ হাজার টাকা নগদ আলমারি ভেঙ্গে নিয়ে যায়।হলদিয়া শিল্প এলাকায় দিন দুপুরে চুরি ঘটনা ঘটেছে…
পূর্বমেদিনীপুর জেলার হলদিয়া দূর্গা চক্ থানার অন্তর্গত প্রিয়ংবদা হাউজিংয়ে সুব্রত গোস্বামী র বাড়িতে ডাকাতি হয়। প্রায় দশ ভরি সোনা এবং ৮০ হাজার টাকা নগদ আলমারি ভেঙ্গে নিয়ে যায়।
হলদিয়া শিল্প এলাকায় দিন দুপুরে চুরি ঘটনা ঘটেছে। সকালে মর্নিং ওয়ার্কে বেরিয়েও মানুষ ছিনতাইয়ের কবলে পড়েছিল। আজ সকাল বেলায় আবাসনে চাবি তালা ভেঙে টাকা এবং গয়না লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করলেন। ইতিমধ্যে দুর্গাচক থানার পুলিশ তদন্তে নেমেছে এখনও কাউকে গ্রেফতার হয়নি।
No comments