ঘন কুয়াশার জেরে বাস দুর্ঘটনা হলদিয়ার এক কারখানা শ্রমিকের মৃত্যু । হলদিয়া রাজ্যসড়ক সুতাহাটা থানা এলাকায় নন্দরামপুর মড়ে বাস দুর্ঘটনা। সকাল ছটা নাগাদ হলদিয়া ইটাবেরিয়া বাসটি মেছাদাগামী যাওয়ার পথে সুতাহাটায় ফুটপাতের ওপরে উঠ…
ঘন কুয়াশার জেরে বাস দুর্ঘটনা হলদিয়ার এক কারখানা শ্রমিকের মৃত্যু । হলদিয়া রাজ্যসড়ক সুতাহাটা থানা এলাকায় নন্দরামপুর মড়ে বাস দুর্ঘটনা। সকাল ছটা নাগাদ হলদিয়া ইটাবেরিয়া বাসটি মেছাদাগামী যাওয়ার পথে সুতাহাটায় ফুটপাতের ওপরে উঠে যায় বলে অভিযোগ। উল্টোদিক থেকে আসা একজন মটরসাইকেল আরোহিকে চাপা দিয়ে দ্রুত গতিতে বেরিয়ে যায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মটরসাইকেল আরোহির মৃত্যু হয়। জানা যায়,হলদিয়ার এক কারখানার শ্রমিক । মৃত ব্যক্তির নাম দেবাশিষ দাস, বয়স ৪৬, সুতাহাটা থানা মোহনপুর গ্রামে।দেহটি হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ময়নাতদন্তের জন্য। ঘাতক বাসটি দ্রুতগতিতে বেরিয়ে যায় তমলুকে। তমলুকে গিয়ে গা ঢাকা দেয়।সুতাহাটা থানার ওই একই রাস্তায় চৈতন্যপুর যুগের যাত্রী ক্লাবের সামনে ইটবোঝাই মেশিন ভ্যান ধাক্কা দিল এক পথচারীকে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
No comments