কেন্দ্রীয় সরকারের জণবিরোধী নীতির প্রতিবাদে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ডাকে জমায়েত। সপ্তাহের শেষ দিনে শুক্রবার বেলা ৩টায় নন্দীগ্রামে " কর্মচারী জেলা জমায়েত" কর্মসূচীতে পাঁচ শতাধিক কর্মচারী আজকের এই মিছ…
কেন্দ্রীয় সরকারের জণবিরোধী নীতির প্রতিবাদে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ডাকে জমায়েত। সপ্তাহের শেষ দিনে শুক্রবার বেলা ৩টায় নন্দীগ্রামে " কর্মচারী জেলা জমায়েত" কর্মসূচীতে পাঁচ শতাধিক কর্মচারী আজকের এই মিছিলে অংশগ্রহণ করেন। এই মিছিলে বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি (রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন) শ্যামল পট্টনায়ক। তিনি বলেন পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি দিনের পর দিন বেড়েই চলছে। সাধারণ মানুষের নাভিশ্বাস, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে চৌদ্দটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি ঘটছে। এ রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা প্রতিবাদে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে। উক্ত কর্মসূচীরতে পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন সকল জেলা কমিটির সদস্য উপস্থিত ছিলেন।পরিবর্তনে আরেক নাম নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামে বিভিন্ন রাজনৈতিক দলের সভা-সমিতি অনুষ্ঠিত হয়েছে। সামনে বিধানসভা নির্বাচন। নন্দীগ্রাম থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে নির্বাচনে প্রার্থী হবেন। আর সেজন্যই সমস্ত রাজনৈতিক দলের মুখ্য টার্গেট নন্দীগ্রাম। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এই ধরনের কর্মসূচি নেয়া হয়েছে বলে জানালেন সংগঠনের সভাপতি শ্যামল পট্টনায়ক। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস এর পক্ষে সেক সুফিয়ান, স্বদেশ দাস সহ জেলা ফেডারেশন এর পাঁশকুড়া ব্লক উইনিট এর পক্ষে জেলা নেতৃত্ব অনির্বাণ দাস, সেক জাকির হোসেন, রবীন্দ্রনাথ দিন্ডা প্রমুখ।
No comments