পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী-১, খেজুরী-২, কাঁথি শহর, দেশপ্রাণ ব্লকের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীসভা,পথসভা,জনসভা ও কর্মীসম্মেলন অায়োজিত হয়। খেজুরী-২ ব্লকে র জনকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীসভা জনসভায় রূপান্তরিত হয়। খেজ…
পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী-১, খেজুরী-২, কাঁথি শহর, দেশপ্রাণ ব্লকের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীসভা,পথসভা,জনসভা ও কর্মীসম্মেলন অায়োজিত হয়। খেজুরী-২ ব্লকে র জনকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীসভা জনসভায় রূপান্তরিত হয়। খেজুরী অাদর্শ বিদ্যাপীঠের সভায় সভাপতিত্ব করেন জনকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা গ্রাম প্রধান সমর শঙ্কর মন্ডল।বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, জেলা কর্মাধ্যক্ষ ডাঃ পার্থ প্রতিম দাস, জেলা নেতৃত্ব তরুণ জানা, খেজুরী-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ দাস, সহঃ সভাপতি রামকৃষ্ণ দাস, শিক্ষক নেতা সম্বুদ্ধব দাস,শ্যামল বাঁকড়া প্রমুখ নেতৃবৃন্দ। খেজুরী-১ ব্লকের লাক্ষী অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীসম্মেলন হেঁড়িয়া শিব প্রসাদ ইন্সটিটিউটন মাঠে অায়োজিত হয়। সভার অায়োজকদ্বয় অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শঙ্কর বাগ ও সভাপতি তাপস মাইতি সভা পরিচালনা করেন। বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর মামুদ হোসেন, জেলা কর্মাধ্যক্ষ ডাঃ পার্থ প্রতিম দাস, খেজুরী-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান নায়ক, রাজকুমার সামন্ত,সেক জালাল উদ্দীন প্রমুখ নেতৃবৃন্দ। কাঁথি শহরে অাএনটিটিইউসি র সম্মেলনে বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর মামুদ হোসেন, জেলা নেতৃত্ব তরুণ জানা, কাঁথি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম বারিক, প্রদীপ গায়েন, রমেন সিং,সেক এজবার,প্রদীপ লালা,অজিত লালা,ইমরান অালি খাঁন, অালমগীর খাঁনপ্রমুখ নেতৃবৃন্দ। জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর মামুদ হোসেন বলেন বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে বাংলার সম্প্রীতি র পরিমন্ডল কে কলুষিত করছে। বাংলার সংস্কৃতি ও কৃষ্টি কে ভুলিয়ে দিয়ে গুজরাটের সংস্কৃতি কে অামদানি করতে চাইছে। বাংলাকে গুজরাট বানানোর নামে দেবী দুর্গাকে খাটো করা হচ্ছে। স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর,রামমোহন, রবীন্দ্রনাথ, নজরুলের সহাবস্থান ও সম্প্রীতির বাতাবরণ কে কলুষিত করছে বিজেপি। পেট্রোল ও ডিজেলে র দাম অাকাশছোঁয়া ও লিটার প্রতি দাম ১০০ টাকা করতে কেন্দ্রীয় সরকার উদ্যত।অর্থনীতি দেউলিয়া ও কর্মসংস্থান তলানিতে। কৃষি ও কৃষক বিরোধী কালাকানুন বাতিলের দাবীতে অন্নদাতা কৃষক রা রাজপথে।কেন্দ্রীয় সরকারের দমন-পীড়ন সব সীমা অতিক্রম করেছে। অপরদিকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা-মাটি- মানুষের সরকারের শান্তি, সদ্ভাব, সম্প্রীতি, সহাবস্থান ও উন্নয়নের জয়যাত্রা স্তব্ধ করতে বিজেপির অপচেষ্টা ও চক্রান্তের বিরাম নেই বলে অভিযোগ করেন মামুদ হোসেন। মোদীর মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অাপোষহীন সংগ্রাম কে এগিয়ে নিয়ে যেতে তৃতীয় বারের জন্য মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠা করার অাবেদন জানান মামুদ হোসেন।
No comments