Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জ্বালানী সংরক্ষণে হলদিয়া রিফাইনারি উদ্যোগে সাই ক্লোথন কর্মসুচি

হলদিয়া রিফাইনারি উদ্যোগে জ্বালানি সংরক্ষণ বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে ২০২১ উদযাপনের অঙ্গ হিসেবে গ্রীন এবং ক্লিন এনার্জি বিষয়ক সাইক্লোথন বা সাইকেল রেলি আয়োজন করা হয়। কোভিড১৯ নিয়ম বিধি মেনে সাইক্লোথন বা সাইকেল রেলি উদ্বোধ…

 




হলদিয়া রিফাইনারি উদ্যোগে জ্বালানি সংরক্ষণ বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে ২০২১ উদযাপনের অঙ্গ হিসেবে গ্রীন এবং ক্লিন এনার্জি বিষয়ক সাইক্লোথন বা সাইকেল রেলি আয়োজন করা হয়। কোভিড১৯ নিয়ম বিধি মেনে সাইক্লোথন বা সাইকেল রেলি

 উদ্বোধন করেন হলদিয়া রিফাইনারি ডিরেক্টর এবং রিফাইনারি হেড মিঃপার্থ ঘোষ ।উপস্থিত ছিলেন সিনিয়র অফিসাস এবং কর্মচারীবৃন্দ। প্রায় শতাধিক কর্মচারী প্ল্যাকাড নিয়ে সাইকেল রেলিতে অংশগ্রহণ করেন। রেলি দু কিলোমিটার পথ অতিক্রম করে। অনুষ্ঠানে  মিঃ ঘোষ তার বক্তব্যে জ্বালানি সংরক্ষণ বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন ।গ্রাহকদের চাহিদা পূরণ করার জন্য ভারত ৮৫ শতাংশ  ক্রুড অয়েল আমদানি করে থাকে। তিনি বলেন সাইকেল চালানোর ,হাঁটাচলা পরিভ্রমণ, গণপরিবহন,কারপুলিং ইত্যাদির মাধ্যমে কার্বন হ্রাস হয় এবং পেট্রোলিয়াম পন্যাদির অনুকূল ব্যবহারের সঙ্গে সঙ্গে খরচ কমিয়ে আনার পাশাপাশি জ্বালানী সংরক্ষণ এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সাহায্য করে।



No comments