কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালিত ঈশ্বর সতীশ সামন্তর স্মৃতির স্মরণে কে এন সি চ্যালেঞ্জ ডিউজ ক্রিকেট লীগ আজ থেকে শুরু হলো কাঁথি সিএসএসএ মাঠে। এই খেলার অনুষ্ঠিক ভাবে উদ্ধোধন করেন ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত। স্বাগত বক…
কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালিত ঈশ্বর সতীশ সামন্তর স্মৃতির স্মরণে কে এন সি চ্যালেঞ্জ ডিউজ ক্রিকেট লীগ আজ থেকে শুরু হলো কাঁথি সিএসএসএ মাঠে। এই খেলার অনুষ্ঠিক ভাবে উদ্ধোধন করেন ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক সতীনাথ দাস অধিকারী। উপস্থিত ছিলেন সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ বেরা, কার্যকরী কমিটির সদস্য শুভজিৎ সিনহা, রীতা ভুঞা, অনিন্দিত দাস, গোপাল মহাপাত্র। প্রথম দিন যে দুটি দল অংশ নেয় আজাদ হিন্দ ক্লাব ও কন্টাই প্রত্যই গ্রুপ। সকালে টসে জিতে ব্যাট করার সিন্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে খেলায় ১৩.২ ওভারে মাত্র ৪২ রানে সকলে আউট হয়ে যায়।
প্রত্যই পরে ব্যাট করতে নেমে ৬ ওভারে ৩ উইকেটে হারিয়ে ৪৩ রান করে এবং ৭ উইকেটে জয়লাভ করে। এই খেলায় ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন পবিত্র গিরি।
No comments