Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পটাশপুর-২ ব্লকের খাড় গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার' এর পর এবার 'পাড়ায় সমাধান'

দুয়ারে সরকার' এর পর এবার 'পাড়ায় সমাধান'। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ ব্লকের খাড় গ্রাম পঞ্চায়েতের পশ্চিমসাই প্রাইমারি স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয় 'পাড়ায় সমাধান'। এ দিন স্থানীয় বিধায়কের উপস্থিতিতে ব্লক …

 




দুয়ারে সরকার' এর পর এবার 'পাড়ায় সমাধান'। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ ব্লকের খাড় গ্রাম পঞ্চায়েতের পশ্চিমসাই প্রাইমারি স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয় 'পাড়ায় সমাধান'। এ দিন স্থানীয় বিধায়কের উপস্থিতিতে ব্লক প্রশাসনের আধিকারিকেরা স্থানীয় এলাকার সাধারণ মানুষের অভাব- অভিযোগ শোনেন। পাশাপাশি তাঁদের সমস্ত সমস্যার সমাধানও করেন। সেইসঙ্গে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলি মানুষের সামনে বিস্তারিত বিবরণ তুলে ধরেন। উপস্থিত ছিলেন পটাশপুরের বিধায়ক জ্যোতির্ময় কর, পটাশপুর-২ ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস, পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ, জেলার কর্মাধ্যক্ষ মৃণালকান্তি দাস, খাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান দিপালী মাইতি,  উপ-প্রধান অশোক মাইতি, সমাজসেবী সঞ্জয় প্রধান  প্রমুখ।




No comments