তেল ট্যাংকারের ধাক্কায় ভাঙলো ব্রিজ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার 41 নম্বর জাতীয় সড়কের তমলুক থানার অন্তর্গত কাকগেছিয়া এলাকায়। বুধবার বিকেলে ৩টে নাগাদ মেচেদা দিক থেকে হলদিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল একটি তেলের ট্যাংকার। এমন স…
তেল ট্যাংকারের ধাক্কায় ভাঙলো ব্রিজ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার 41 নম্বর জাতীয় সড়কের তমলুক থানার অন্তর্গত কাকগেছিয়া এলাকায়। বুধবার বিকেলে ৩টে নাগাদ মেচেদা দিক থেকে হলদিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল একটি তেলের ট্যাংকার। এমন সময় হঠাৎ করে ওই তেলের ট্যাংকারের মধ্যক চালক ভারসাম্য রাখতে না পেরে পাশে একটি ব্রিজের দিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনায় সঙ্গে সঙ্গে ব্রিজ ভেঙে নদীর মাঝে মাঝে চলে যায় ট্রাঙ্করটি। স্থানীয় মানুষদের দাবি ওই চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আসছিলেন। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে তমলুক থানার পুলিশ
No comments