Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পৌরসভার পৌর পরিষদ হিসেবে শপথ নিলেন আজগর (পল্টু)

২০১৭ সালে হলদিয়া পৌরসভা নির্বাচনের মধ্য দিয়ে মা মাটি মানুষের সরকারের প্রতিনিধিত্ব ২৯ টি কাউন্সিলর এর মধ্যেই ১৭ নম্বর ওয়ার্ডের  কাউন্সিলর আজগর আলি(পল্টু) পৌর পরিষদ হিসেবে শপথ গ্রহণ করেছিলেন।  চেয়ারম্যান ছিলেন শ্যামল কুমার আদক।…

 




২০১৭ সালে হলদিয়া পৌরসভা নির্বাচনের মধ্য দিয়ে মা মাটি মানুষের সরকারের প্রতিনিধিত্ব ২৯ টি কাউন্সিলর এর মধ্যেই ১৭ নম্বর ওয়ার্ডের  কাউন্সিলর আজগর আলি(পল্টু) পৌর পরিষদ হিসেবে শপথ গ্রহণ করেছিলেন।  চেয়ারম্যান ছিলেন শ্যামল কুমার আদক। নিষ্ঠার সঙ্গে বিভিন্ন কাজে প্রশংসিত হয়েছেন আজগর। ১৫ ই জানুয়ারি পৌরসভার চেয়ারম্যান শ্যামল কুমার আদক পদত্যাগ করায় পৌরবোর্ড ভেঙে যায় ।৫ ফেব্রুয়ারি ধ্বনি ভোটে গৃহীত হয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেন সুধাংশু শেখর মন্ডল। ৯ ফেব্রুয়ারি ভাইস চেয়ারম্যান এবং পৌর পরিষদ হিসেবে শপথ গ্রহণ করেছিলেন হলদিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান হলেন শ্রী নারায়ন চন্দ্র প্রামানিক, এবং চেয়ারম্যান ইন কাউন্সিল হলেন ১) শ্রী আজিজুল রহমান ২) শ্রী বিকাশ জানা ৩) শ্রী স্বপন নস্কর ৪) শ্রী গোপাল দাস 

৫) শ্রীমতি জয়ন্তী রায়

 কিন্তু সেদিন আজকের উপস্থিত ছিলেন না। আজ ১০ ই ফেব্রুয়ারি বুধবার পৌরসভার চেয়ারম্যান সুধাংশু শেখর মন্ডল  শপথ বাক্য পাঠ করান এবং দায়িত্ব বুঝে নিলেন আজগর। তিনি বললেন মা মাটি মানুষের সরকার সারা রাজ্যে  বিভিন্ন কর্মসূচি চলছে ।উন্নয়নের প্রকল্পে মানুষ দুয়ারে দুয়ারে সরকার পৌঁছে গিয়ে তাদের সমস্যার সমাধান করে চলছে। মা মাটি মানুষের সরকারের প্রতিনিধিত্বে শিল্পশহর হলদিয়া বিভিন্ন কারখানার পুনর্জীবন এবং সিওডি প্রক্রিয়া এখন চলছে। হলদিয়া পৌরসভা আম্মুরৎ প্রকল্পে জলের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ১৮ নম্বর ওয়ার্ডের চকদ্বীপায় রিজার্ভ জলের ট্রাংক তৈরি হয়েছে।  গেঁওখালি থেকে সেই জল আসবে এবং সারা পৌর এলাকায় বাড়ি বাড়ি জলের জল পৌঁছে দেওয়া হবে ।আর তার জন্য পাইপলাইনের কাজ প্রায় ৭৫ ভাগ এগিয়ে গেছে। আমরা চাইব আগামী দিনে রাজ্যে মা মাটি মানুষের সরকারের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে আরও উন্নয়নের দিশা এগিয়ে যাবে সারা রাজ্যের সহ হলদিয়া পৌর এলাকায়।



No comments