Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৩৬ তম বাৎসরিক মিট বেলঘরিয়া মাস্টার অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/6HX-m1Mu5QQ মাস্টার অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের বাৎসরিক মিট হলদিয়াতে হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড ১৯ জন্য হলদিয়াতে  হল না। গত বৎসর হলদিয়া ধুম ধাম করে  সিপিটি মাঠে হয়েছিল।
হলদিয়ার ভূমি প…

 



ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/6HX-m1Mu5QQ

 মাস্টার অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের বাৎসরিক মিট হলদিয়াতে হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড ১৯ জন্য হলদিয়াতে  হল না। গত বৎসর হলদিয়া ধুম ধাম করে  সিপিটি মাঠে হয়েছিল।


হলদিয়ার ভূমি পূএ
মাস্টার অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন রাজ্য সহ সভাপতি প্রদিপ বিজলী  দুঃখ করে বলেন হলদিয়া থেকে বহু খেলোয়াড় ন্যাশানাল ও ইন্টার ন্যাশানাল খেলতে যায়,আমরা হলদিয়া তে করতে পারলাম না এবছর। বাৎসরিক মিট কলকাতা বেলঘরিয়া তে অনুষ্ঠিত হলো। উদ্বোধন করলেন বিখ্যাত ফুটবলার ভাস্কর গাঙ্গুলী । এই ৩৬ তম বাৎসরিক মিটে উপস্থিত ছিলেন মাস্টার অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল  সভাপতি শ্রী মানষ কুমার সরকার সহ-সভাপতি প্রদীপ বিজলী এবং সম্পাদক পৃথ্বিজিত ঘোষ ।এ বছরেই বাৎসরিক মিটে সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে যারা অ্যাথলেটিকস খেলায় যারা অংশগ্রহণ করেন তারাই অংশগ্রহণ করেছেন।প্রায় 300 জন পুরুষ মহিলা অংশগ্রহণ করেছেন যাদের বয়স প্রায় ৮০ বৎসরের মধ্যে। তবে মাস্টার অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েসান রাজ্য সহ-সভাপতি  প্রদীপ বিজলি তিনি আরও বললেন এবছর বেলঘরিয়া তে হচ্ছে আমরা আগামী বছর শিল্প শহর হলদিয়াতে মাস্টার অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন রাজ্য ৩৭ তম বাৎসরিক মিট অনুষ্ঠিত হবে হলদিয়া।

 


No comments