Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের কর্মীসভ

কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্রে র দেশপ্রাণ ব্লকের মৈশামুণ্ডা মাঠে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা জনসভায় রূপান্তরিত হলো। দেশপ্রাণ ব্লকে সরদা অঞ্চলের মৈশামুণ্ডা মাঠে তৃণমূল কংগ্রেসের অাহ্বানে অাজ কর্মীসভা জনসভায় রূপান্তরিত হয়। সভায় সভাপতি…

 





কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্রে র দেশপ্রাণ ব্লকের মৈশামুণ্ডা মাঠে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা জনসভায় রূপান্তরিত হলো। দেশপ্রাণ ব্লকে সরদা অঞ্চলের মৈশামুণ্ডা মাঠে তৃণমূল কংগ্রেসের অাহ্বানে অাজ কর্মীসভা জনসভায় রূপান্তরিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্হানীয় পঞ্চায়েত সদস্য যাদব কামিলা।বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর মামুদ হোসেন, জেলা তৃণমূল নেতৃত্ব তরুণ জানা, উত্তম বারিক, অাশীষ দাস,গ্রাম প্রধান রাকেশ মাইতি, সমীর পাণ্ডব, সমীর গিরি, অাকবর অালি খাঁন, হরিতোষ ভূঞ্যা,তরুণ সখা মাইতি প্রমুখ নেতৃবৃন্দ। কাঁথি-১ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের অাহ্বানে মহিষাগোট সমবায় সমিতির হলে কর্মীসভা অায়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্লক তৃণমূল  কংগ্রেসের প্রবীণ নেতৃত্ব রাম নারায়ণ পন্ডা। গৌতম মাইতি।  বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর মামুদ হোসেন, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি,ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌতম মাইতি,  নন্দ মিশ্র, মৃন্ময় পণ্ডা,সৈয়দ সাহেদুল্লাহ,গ্রাম প্রধান নির্মল মিশ্র,উপপ্রধান মিঠু মান্না,হরিচন্দন দাস,মহিলা নেত্রী সোমা মিশ্র প্রমুখ নেতৃবৃন্দ। জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে  জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয় বারের জন্য মা-মাটি-মানুষের সরকারের মুখ্যমন্ত্রী পদে অাসীন করার অাবেদন জানান। জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর মামুদ হোসেন  বিজেপির বিভেদ, বিদ্বেষ ও ঘৃণার রাজনীতির বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামে সামিল হওয়ার অাহ্বান জানান। বিজেপি জনসমর্থন হারিয়ে অর্থ ও পেশী শক্তি'র উপর ভর করে জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। পরিবর্তন যাত্রার নামে মেরুকরণের রাজনীতির পথ বেছে নিয়েছে। নব্য বিজেপির নেতাদের লাগামছাড়া সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে ভোটব্যাঙ্কের রাজনীতি করতে ব্যস্ত।বিজেপির পরিবর্তন যাত্রা অন্তিম যাত্রার রূপ পেতে চলেছে বলে অভিহিত করেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।

No comments