Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! হলদিয়া পৌরসভার তলবি সভা ঘিরে জল্পনা

হলদিয়া পৌরসভার ১৫ জানুয়ারি চেয়ারম্যান শ্যামল কুমার আদক পদত্যাগ করেন। প্রায় ১৭ দিন কেটে গেল এখনো চেয়ারম্যানকে হবে ঠিক করতে পারলেন না শাসকদল ।পৌরসভা সূত্রে জানা যায় শ্যামল আদক চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সরকারিভাবে সেটি …

 




হলদিয়া পৌরসভার ১৫ জানুয়ারি চেয়ারম্যান শ্যামল কুমার আদক পদত্যাগ করেন। প্রায় ১৭ দিন কেটে গেল এখনো চেয়ারম্যানকে হবে ঠিক করতে পারলেন না শাসকদল ।পৌরসভা সূত্রে জানা যায় শ্যামল আদক চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সরকারিভাবে সেটি গ্রহণের প্রক্রিয়া শেষ হতে আপাত ১৫ দিন অপেক্ষা করতে হয়। পৌর আইন মেনে ইস্তফা গ্রহণের  ৭থেকে ১৫  দিন পর্যন্ত সময় দেওয়া হয় ।নিয়ম অনুযায়ী ইস্তফা দেওয়ার পরেই এক থেকে দুই সপ্তাহের মধ্যে চেয়ারম্যান কে বোর্ড অফ কাউন্সিলের সভা ডাকতে হয় ।বিদায়ী চেয়ারম্যান ওই সভা না ডাকলে ভাইস-চেয়ারম্যান সভা ডাকতে পারেন। এই সভা ডাকার জন্য অবশ্যই সরকারিভাবে অনুমোদন প্রয়োজন হয়।ভাইস চেয়ারম্যান তলবি সভা ডাকলেন সমস্ত নিয়মকানুন মেনেই।  সভায় থাকবেন সূত্রে জানা যায় তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র। সেই সভা ঘিরে এখন জল্পনা শুরু হয়েছে। সভার ২৪ ঘন্টার মধ্যে ডিএমকে জানিয়ে প্রশাসনিকভাবে চেয়ারম্যান নির্বাচন হবে। প্রসঙ্গত রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী দল ত্যাগ করার পর থেকেই শিল্পশহর হলদিয়ায় তৃণমূল কংগ্রেস এবং দাদার অনুগামী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সেই নিয়ে হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামল কুমার আদক শুভেন্দু অধিকারী অনুগামী বলেই বিভিন্ন দলিয় কর্মসূচিতে তাকে অপদস্ত হতে হয়েছে। আর তার জন্যই কি গত ১৫ ই জানুয়ারি চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন। তবে তিনি ব্যক্তিগত কারনে বলেই পদত্যাগ করেছিলেন। সব রকম নিয়ম মেনে তলবি সভা। তবে পরবর্তী চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রে দলের ভূমিকা গুরুত্বপূর্ণ।কার নাম উঠে আসবে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হিসেবে সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে।




No comments