Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃণমূল জেলা কমিটির বর্ধিত সভায় জেলা ডাঃ সভাপতি সৌমেন মহাপাত্র

পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির বর্ধিত সভা ৩১ জানুয়ারি তমলুকের নিমতৌড়ী স্মৃতিসৌধে অায়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ডঃ সৌমেন মহাপাত্র। সভায় বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিন…

 




পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির বর্ধিত সভা ৩১ জানুয়ারি তমলুকের নিমতৌড়ী স্মৃতিসৌধে অায়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ডঃ সৌমেন মহাপাত্র। সভায় বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর অর্ধেন্দু মাইতি, জেলা কোঅরডিনেটর মামুদ হোসেন, সহকারী সভাধিপতি সেক সুপিয়ান, বিধায়ক অমিয় ভট্টাচার্য, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি সেক আনোয়ার উদ্দিন, দেব প্রসাদ মন্ডল, তরুণ মাইতি, তাপস মাইতি, কাজল বর্মন প্রমুখ। সভায় বিভিন্ন শাখাসংগঠন ও মূল দলীয় সংগঠনের মধ্যে সমন্বয়ের উপর জোর দেন জেলা সভাপতি ডঃ সৌমেন মহাপাত্র। সেই সাথে জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটরের পরামর্শে বিধানসভা কেন্দ্র ভিত্তিক কোঅরডিনেটর গণ সাংগঠনিক কাজকর্ম করবেন।সব স্তরেই ব্লক কমিটি গঠনের ক্ষেত্রে জেলা কোঅরডিনেটর ও অন্যান্য কর্মকর্তা দের সাথে অালোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিয়ে জেলার অনুমোদন গ্রহণ করতে হবে। জেলা কোঅরডিনেটর নির্বাচন মুখী সংগঠন ও কর্মকর্তা দের সমন্বয়ের উপর জোর দেন। জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আগামী ৬ ই ফেব্রুয়ারী দইসাই মাঠে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে সাফল্যমন্ডিত করার আহ্বান জানান হয়।



No comments